Published : 12 Oct 2024, 10:19 PM
রাজধানীর ধানমন্ডির সফিউদ্দিন আর্ট গ্যালারিতে শুরু হয়েছে পাঁচ দিনের দলবদ্ধ চিত্র প্রদর্শনী 'শিল্প সন্ধান'।
শনিবার সন্ধ্যায় ২৪ জন চিত্রশিল্পীর শিল্পকর্ম নিয়ে এই প্রদর্শনী শুরু হয়েছে। সবার জন্য উন্মুক্ত এ প্রদর্শনী চলবে আগামী বুধবার পর্যন্ত।
চিত্রশিল্পী মাহফুজা বিউটির 'স্টোরি অব সিটি বার্ডস' নামে দুটি চিত্রকর্ম এই প্রদর্শনীতে স্থান পেয়েছে, যা এক্রিলিক মাধ্যমে এঁকেছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মাহফুজা বলেন, “শিল্পকর্মে বাংলার ঐতিহ্যবাহী আলপনা আর নকশীকাঁথার বিষয়বস্তুকে আধুনিক শিল্পকলার সাথে সংমিশ্রণের চেষ্টা করেছি।”
প্রদর্শনীতে অংশ নেওয়া আরেক শিল্পী সুলতানুল ইসলাম বলেন, “লোকজ চিত্রে প্রাথমিক উজ্জ্বল রঙের ব্যবহার করে বিষয়বস্তুকে নকশা আকৃতিতে উপস্থাপন করা হয়। সেটাকে অনুসরণ করে আমার চিত্রকর্ম নির্মাণ করা হয়েছে। বাংলাদেশের লোকজ চিত্রশিল্প থেকে উদ্বুদ্ধ হয়ে আমি এ ধরনের ছবি আঁকায় অনুপ্রাণিত হয়েছি।”
প্রদর্শনীর আয়োজক প্রতিষ্ঠান 'জোবরা দি আর্ট ভিলেজ' ও 'ডট টু লাইন'। ‘জোবরা দি আর্ট ভিলেজের’ প্রধান নির্বাহী তৌহিদ শিমুল বলেন, “শিল্পের অনুসন্ধান, নিজের ভেতর শিল্পসত্তাকে খোঁজা, শিল্পের মাঝে নিজেকে খুঁজে ফেরা, কিংবা আত্মমগ্ন হয়ে শিল্পের সাথে নিজেকে সম্পৃক্তকরণের পরিপ্রেক্ষিত থেকেই এই আয়োজনের শিরোনাম 'শিল্প সন্ধান'।
“এই 'শিল্প সন্ধান' কোনো সুনির্দিষ্ট গ্রুপ বা প্লাটফর্ম নয়। এটি আয়োজনের শিরোনাম মাত্র। আমাদের আয়োজনগুলোর মূল লক্ষ্য হল শিল্পীর শিল্পসত্তার পুনর্জাগরণে অংশীদার হওয়া এবং সমগ্র শিল্পীদের মাঝে মেলবন্ধন সৃষ্টি করা।”
‘ডট টু লাইন' এর পরিচালক রুবিনা নার্গিস বলেন, "আমরা এখন পর্যন্ত বেশ কিছু আর্টক্যাম্প আয়োজন করেছি। তারই ধারাবাহিকতায় এই গ্রুপ আর্ট এক্সিবিশন।”
প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে শান্ত-মরিয়ম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক মোস্তাফিজুল হক বলেন, “এ ধরনের আর্ট ক্যাম্পের মধ্য দিয়ে শিল্পীদের মাঝে মেলবন্ধন ঘটছে। এটা খুবই ইতিবাচক দিক। সবাই একসঙ্গে ছবি আঁকার মধ্যদিয়ে জীবনী শক্তি পাওয়া যায়। যা আমাদের বেঁচে থাকার অনুপ্রেরণা হয়।”
চিত্রশিল্পী বীরেন সোম বলেন, "এ ধরনের কাজের মধ্য দিয়েই আমরা বুঝতে পারব, কে কোন ধরনের নিরীক্ষা করছে। যে শিল্পীদের কাজ এই প্রদর্শনীতে স্থান পেয়েছে, সবাইকে শুভেচ্ছা জানাই।”
শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক মুস্তফা জামান বলেন, “খুবই জরুরি বিষয় প্রকৃতির মাঝে ফিরে যাওয়া এবং প্রকৃতির মধ্য থেকেই শিল্প তৈরি করা। এটা সহজ নয়। বহুমুখী দৃষ্টিভঙ্গির কারণেই এ ধরনের দলীয় শিল্পকর্ম প্রদর্শনী বিশেষ।”
ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের ডিন আজহারুল ইসলাম চঞ্চল বলেন, “এটা একটা বিশেষ দিক, এই প্রদর্শনীতে অনেক শিল্পীকে তারা এক করতে পেরেছেন। পারস্পরিক একটা সম্পর্কের উন্নয়ন ঘটছে। একটা ন্যায়ভিত্তিক সম্পর্কের মধ্য দিয়ে সৃজনশীল কর্মযজ্ঞ তৈরি হচ্ছে।”
প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীদের মধ্যে রয়েছেন জামাল আহমেদ, সাবিন শাহরিয়ার, হারুন অর রশিদ টুটুল, এম এম ময়েজুদ্দিন, আব্দুল কাদের ভূঁইয়া, শাহিদা আক্তার, ফজলুর রহমান ভুটান, শামসুল আলম ইন্নান, নাহিদা শারমিন, মো. আব্দুল মতিন, নূর মো. ইউসুফ স্বপন, কনক আদিত্য, রিফাত জাহান কান্তা, মুক্তি ভৌমিক, ফারহানা আফরোজ, মাজহার কচি, মনিরা বেগম লিপি, ইশরাত জাহান, ফিরোজা আক্তার সিদ্দিক জুঁই, ঝুনু আক্তার, রুবিনা নার্গিস ও তৌহিদ শিমুল।