০৩ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২
কবি ও কথাসাহিত্যিক। জন্ম ১২ মার্চ, ১৯৮২; বাগেরহাট। প্রকাশিত বই: কবিতা- ‘পাপ ও পুনর্জন্ম’, ‘চাঁদের মাটির টেরাকোটা’ ও ‘সুন্দরবন সিরিজ’। উপন্যাস-‘কাচের মেয়ে’, ‘জলমানুষ’ ও ‘খুনলিপি’। শিশুতোষ- ‘এলিয়েন’, ‘আলোর পরি’ ও ‘ভূতবন্ধু’। পেয়েছেন ফুলকলি সাহিত্য পুরস্কার, কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার এবং কাশবন সাহিত্য পুরস্কার।