পুলিশের বাধায় ইশরাক সমর্থকরা; বিক্ষোভ প্রেসক্লাব ও নগর ভবনে
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবন ও প্রেসক্লাব এলাকায় বিক্ষোভ করেছেন তার কয়েকশ সমর্থক। শনিবার সচিবালয়মুখী বিক্ষোভের ঘোষণা থাকলেও, পুলিশের বাধায় তা সম্ভব হয়নি। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ চেয়ে স্লোগান দেন ইশরাক সমর্থকরা।