০৮ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

মো. রেজাউল করিম

মো. রেজাউল করিম

কথাসাহিত্যিক মো. রেজাউল করিম ১৯৬৪ সালে কুষ্টিয়া শহরে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৮ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ‘ভূগোল ও পরিবেশবিজ্ঞান’-এ প্রথম শ্রেণি নিয়ে স্নাতকোত্তর পর্ব শেষ করেন। ১৯৮৯-এ বেসরকারি উন্নয়ন সংস্থায় কর্মজীবন শুরু করেন। কিশোর বয়সে কবিতা দিয়ে লেখালিখিতে হাতেখড়ি। কর্মজীবনে তিনি উন্নয়ন বিষয়ক লেখালেখি করেছেন। তাঁর বেশ কিছু উন্নয়ন-বিষয়ক লেখা জাতীয় দৈনিক ও সাময়িকীতে প্রকাশিত হয়েছে। এ সময়ে তাঁর বেশ কয়েকটি উন্নয়ন বিষয়ক বইও প্রকাশিত হয়। তিনি সরকারের দুটি মন্ত্রণালয়ের জাতীয় নীতি প্রণয়নের সাথে সম্পৃক্ত ছিলেন। বর্তমানে তিনি দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে পরামর্শক হিসেবে কাজ করেন। 
২০১৩ সালের শেষার্ধে নিয়মিত চাকুরি থেকে অবসর নেন। বর্তমানে তিনি উন্নয়ন-বিষয়ক পরামর্শক হিসেবে কাজ করছেন। ২০১৩ থেকে ২০২৩- এ সময়কালে তাঁর ১৭টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। তাঁর লেখালেখির ক্ষেত্র বহুমাত্রিক। তাঁর প্রকাশিত গ্রন্থসমূহ: ভ্রমনগদ্য- হিমালয়ের দেশে (২০১৩), দিগন্তে আঁকি পদচিহ্ন (২০১৮), উপন্যাস- বিষণ্ণতার অপচ্ছায়া (২০১৪), আয়নাল হক উপাখ্যান (২০১৭), অনাবাসী (২০১৯), একাত্তরের সাবিহা (২০২০), সীমান্তের দুই পারে (২০২৪), শিশুতোষ ও কিশোর গল্পগ্রন্থ- হাইলান দ্বীপের রাজকন্যা (২০১৬), খোকাখুকুর গপ্পো (২০১৯), শামিমের একাত্তর (২০১৫), ভূতের শাস্তি (২০১৬), ছোটো গল্পগ্রন্থ- নতমুখের কোলাহল (২০২২), বিবর্ণ বসন্ত, ইতিহাস ও ঐতিহ্য বিষয়ক গ্রন্থ- ফরিদপুরে ভাষা আন্দোলন (২০১৫), ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের শহর ঢাকা (২০১৬), কুষ্টিয়ার প্রত্ননিদর্শন (২০২৩), অ্যাকাডেমিক গ্রন্থ- বাংলাদেশের দুর্যোগ (২০১৬) ও প্রতিবেদন লিখনের কলাকৌশল (২০১৫)। 
তাঁর লেখা ছোটগল্প ও নিবন্ধ দেশের জাতীয় সাহিত্য সাময়িকী, পশ্চিমবঙ্গ ও নিউইয়র্ক-এ বাংলা মাধ্যমে নিয়মিত প্রকাশিত হয়।