০৪ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২
সাহাদাত পারভেজ একাধারে আলোকচিত্রী, আলোকচিত্রশিল্প-গবেষক ও শিক্ষক। জন্ম ১৯৭৭ সালের ৮ অক্টোবর মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচরে। চার খণ্ডে ড্যাডিসমগ্র [গল্প, প্রবন্ধ, আলোকচিত্র ও দুষ্প্রাপ্য গ্রন্থমালা], শতবর্ষের পথিক, ক্যামেরার জাদুকর, মধুরিমায় আলাপ ও আলোকচিত্রালাপ-- তার উল্লেখযোগ্য আলোকচিত্রবিষয়ক গবেষণাগ্রন্থ। প্রান্তিক ইতিহাস, মুক্তিযুদ্ধ ও গণহত্যাবিষয়ক তার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রন্থ রয়েছে।
মুনেম ওয়াসিফ বহু বছর পুরান ঢাকায় থেকেছেন, ছবি তুলছেন। পুরান ঢাকা নিয়ে যারা লেখালেখি করেন তাদের অনেকের লেখা পড়ে বড় হয়েছেন। আখতারুজ্জামান ইলিয়াস কিংবা শহীদুল জহিরের গল্পের প্রভাব তার ছবির মধ্যে আছে।