Published : 25 May 2025, 05:55 PM
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতিসহ একদল সাংবাদিদের ওপর হামলা ও হত্যাচেষ্টার মামলায় এক দম্পতিকে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার শুনানি নিয়ে এ আদেশ দেন ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ এহসানুল ইসলাম।
আসামিরা হলেন- সেগুনবাগিচার বাসিন্দা জাকির হোসেন (৬১) ও তার স্ত্রী বিউটি খাতুন (৪৮)।
আদালতে শাহবাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা জিন্নাত আলী জানান, এদিন তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা এসআই খালেক মিয়া। আদালত শুনানি নিয়ে আসামিদের কারাগারে পাঠায়।
গত বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির অ্যাডমিন অফিসার সোলাইমান হোসেন বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৫০ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলাটি করেন।
মামলার বিবরণ অনুযায়ী, গত বুধবার রাতে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির পাশে একটি চায়ের দোকান সরানো নিয়ে সাংবাদিকদের ওপর হামলা চালায় জাকির হোসেন, বিউটি খাতুনসহ প্রায় অর্ধশত ব্যক্তি। এসময় ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, দপ্তর সম্পাদক রফিক রাফি, সদস্য মশিউর রহমান, মাহবুব হাসান, দেলোয়ার মহিন, মফিজুল সাদিকসহ বেশ কয়েকজন সাংবাদিক আহত হন। পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মামলার পর শনিবার সন্ধ্যায় সেগুনবাগিচা এলাকার বাসা থেকে জাকির দম্পতিকে গ্রেপ্তার করে শাহবাগ থানা পুলিশ।
ডিআরইউর কাছে সাংবাদিকদের ওপর হামলা