Published : 17 Sep 2024, 02:27 PM
বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে যাত্রাবাড়ীতে শিক্ষার্থী ইমরান হাসান হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে ৩ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
মঙ্গলবার শুনানি শেষে এ আদেশ দেন মহানগর হাকিম শাহীন রেজা।
এদিন আসামিকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন যাত্রাবাড়ী থানার এসআই শাহ আলম মিয়া। রিমান্ড আবেদনের বিরোধিতা করে জামিন চেয়ে শুনানি করেন আইনজীবী মোরশেদ হোসেন শাহীন। শুনানি নিয়ে আদেশ দেন বিচারক।
মামলার বিবরণ অনুযায়ী, গত ৫ অগাস্ট আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশের গুলিতে শিক্ষার্থী ইমরান মারা যান।
এ ঘটনায় নিহতের মা কোহিনুর আক্তার ১ সেপ্টেম্বর শেখ হাসিনা ও ২৯৮ জনের নাম উল্লেখ করে মামলা করেন।
সোমবার রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে সুজনকে গ্রেপ্তার করে যাত্রাবাড়ী থানা পুলিশ।
টানা চারবারের সংসদ সদস্য নূরুল ইসলাম সুজন ২০১৯ সালে রেলমন্ত্রী হন। ২০২৪ সালে দ্বাদশ সংসদের ভোটে জয়ী হলেও মন্ত্রিসভায় জায়গা হয়নি তার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্র সুজন ডাকসুর বিজ্ঞান মিলনায়তন বিষয়ক সম্পাদক ছিলেন।
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করার পর যুবলীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকও হয়েছিলেন।