Published : 21 Apr 2025, 05:49 PM
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউক আপাতত আর কোনো প্লট বরাদ্দ দেবে না বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলাম।
সোমবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় তিনি বলেন, অনেকে তাকে ফোন করে জানতে চান প্লট বরাদ্দ দেওয়া হবে কি না।
“আমরা বলছি ‘নো’ বরাদ্দ। আপাতত আর কোনো প্লট বরাদ্দ দেওয়া হবে না। যে জায়গাগুলো আছে, সেগুলোতে নিম্নমধ্যবিত্ত শ্রেণির জন্য আবাসনের ব্যবস্থা করা হবে।”
রাজধানীতে বস্তি গড়ে ওঠার পেছনে গৃহকর্মীর ওপর রাজধানীবাসীর নির্ভরশীলতাকে দায়ী করেন রাজউক চেয়ারম্যান।
তিনি বলেন, “উন্নত বিশ্বে কয়টা বাড়িতে কাজের লোক আছে? কাজের মানুষদের আমরাই ঢাকা শহরে এনেছি, বস্তিগুলো তৈরি হওয়ার সুযোগ করে দিয়েছি। তাই আমরা নিজেরাই নিজেদের কাজগুলো কীভাবে করতে পারি, এ বিষয়েও পরিকল্পনা থাকা উচিত।”
অনুষ্ঠানে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সাধারণ সম্পাদক শেখ মুহম্মদ মেহেদী আহসান বলেন, ঢাকা নগরের সমস্যাগুলো সমাধানে মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হয় না।
“ঢাকার বেশিরভাগ সমস্যা সমাধানে স্বল্পমেয়াদী পরিকল্পনা নেওয়া হয়। ফলে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিকল্পনাগুলোও শেষ হয়ে যায়, সমাধান আসে না।”
অনুষ্ঠানে নগর পরিকল্পনাবিদ মো. ফজলে রেজা সুমন, রাজউকের প্রধান প্রকৌশলী (বাস্তবায়ন-চলতি দায়িত্ব) মো. নুরুল ইসলাম, প্রকৌশলী ও পরিকল্পনাবিদ মো. নুরুল্লাহ, বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) চেয়ারম্যান আহমদ কামরুজ্জামান মজুমদার, স্থপতি সুজাউল ইসলাম খান।