Published : 08 Jun 2025, 03:58 PM
গ্রীষ্মের বিদায় ঘণ্টা বাজিয়ে আসছে বর্ষা। এ সময়ে বৃষ্টিপাতের সম্ভাবনা কমবেশি থাকেই। যদিও সামনের দুয়েকদিন বৃষ্টি কমে বাড়তে পারে তাপমাত্রা।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যেহেতু রৌদ্রোজ্জ্বল দিন, বৃষ্টিপাতের পরিমাণ কমে গেছে, ফলে কয়েকটি জেলায় মৃদু ধরনের তাপপ্রবাহ থাকতে পারে। খুলনা, যশোর, চুয়াডাঙ্গায় বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহের সামান্য বিস্তার ঘটতে পারে।
“পাশাপাশি যেহেতু বর্ষাকাল, বিচ্ছিন্নভাবে কমবেশি বৃষ্টিপাত হবে। তবে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা কম।”
আবহাওয়া অধিদপ্তরের রোববার সকালের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
“সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।”
খুলনা বিভাগসহ রাজশাহী, রংপুর ও পঞ্চগড় জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে বলে আভাস দিয়েছে অধিদপ্তর।
গেল ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময়ে ঢাকা, টাঙ্গাইল, সিলেটে দেশের সর্বনিম্ন ২৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নথিবদ্ধ করা হয়েছে। ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ২৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে তাড়াশে। ঢাকায় হয়েছে ২৭ মিলিমিটার বৃষ্টিপাত।