Published : 15 Aug 2024, 12:44 PM
বাংলাদেশে সহিংসতার অবসানের জন্য যুক্তরাষ্ট্র চাপ অব্যাহত রেখেছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
বুধবার মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে প্রধান উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেছেন, জবাবদিহিতা ও আইনের শাসনের প্রতি সবাইকে শ্রদ্ধাশীল হতেও চাপ অব্যাহত রয়েছে।
বাংলাদেশের নিরাপত্তা ও মানবাধিকার পরিস্থিতি এবং গণতন্ত্র পুনরূদ্ধারের প্রশ্নে তিনি বলেন, “বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে আমাদের ভারতীয় অংশীদারদের পাশাপাশি ওই অঞ্চলের (দক্ষিণ এশিয়া) অন্য দেশের সাথেও যোগাযোগ করেছি।
“আমি ব্যক্তিগতভাবে কূটনৈতিক আলোচনায় যাচ্ছি না। তবে আমরা বাংলাদেশের সহিংসতার অবসানের জন্য চাপ অব্যাহত রেখেছি। সেই সঙ্গে জবাবদিহিতা ও আইনের শাসনের প্রতি সবাইকে শ্রদ্ধাশীল হতেও চাপ অব্যাহত রয়েছে।”
বাংলাদেশের হিন্দুদের সুরক্ষায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের কাছে সম্প্রতি পৃথক চিঠি দিয়েছে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কংগ্রেসের সদস্য রাজা কৃষ্ণমূর্তি ও শ্রী থানেদার।
এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না– সেই প্রশ্নের উত্তরে বেদান্ত প্যাটেল বলেন, “আমরা কংগ্রেসের অংশীদারদের সঙ্গে নিয়মিত আলোচনায় থাকি। আমি সুনির্দিষ্ট কোনো চিঠি অথবা আলোচনায় যাচ্ছি না। তবে বলতে পারি যে, সাম্প্রতিক সহিংসতার অবসানে সবাইকে শান্ত হবার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আহ্বানকে স্বাগত জানাচ্ছি।
“এবং সেই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা পুনরুদ্ধারে এবং সংখ্যালঘুদের সুরক্ষায় নতুন সরকার মনোযোগী হওয়াকে স্বাগত জানাচ্ছি।”