Published : 12 May 2024, 02:58 PM
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হারে শীর্ষে রয়েছে যশোর শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা।
এ বোর্ডে এবার সবচেয়ে বেশি, ৯২ দশমিক ৩৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। আর সবচেয়ে কম পাস করেছে সিলেট বোর্ডে, ৭৩ দশমিক ৩৫ শতাংশ।
এর আগে ২০২৩ সালে বরিশাল বোর্ডে সবচেয়ে বেশি, ৯০ দশমিক ১৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল। সবচেয়ে কম পাসের হার ছিল সিলেট বোর্ডে, ৭৬ দশমিক ০৬ শতাংশ। কয়েক বছর ধরে পাসের হার ও জিপিএ-৫ দু-দিক থেকেই পিছিয়ে রয়েছে এই বিভাগ।
প্রতিবারের মত এবারও জিপিএ-৫ এ সবার উপরে রয়েছে ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা, এ শিক্ষা বোর্ডের ৪৯ হাজার ১৯০ জন শিক্ষার্থী পূর্ণ জিপিএ পেয়েছে।
২০০১ সালে এসএসসিতে গ্রেডিং পদ্ধতি চালুর পর থেকেই এই স্থান ধরে রেখেছে ঢাকার শিক্ষার্থীরা।
সবচেয়ে কম জিপিএ-৫ পেয়েছে সিলেট বোর্ড। এই বোর্ডের ৫ হাজার ৪৭১ জন শিক্ষার্থী এবার জিপিএ-৫ পেয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার সকালে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের আনুষ্ঠানিকতা সারেন। পরে বেলা সাড়ে ১২টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ১১ বোর্ড মিলিয়ে পাসের হার ৮৩ দশমিক ০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮২ হাজার ১২৯ জন।
বোর্ডগুলোতে পাসের হার ও জিপিএ-৫
বোর্ড |
২০২৪ |
২০২৩ |
২০২২ |
|||
পাস (%) |
জিপিএ-৫ |
পাস (%) |
জিপিএ-৫ |
পাস (%) |
জিপিএ-৫ |
|
ঢাকা |
৮৩.৯২ |
৪৯,১৯০ |
৭৭.৫৫ |
৪৬,৩০৩ |
৯০.০৩ |
৬৪,৯৮৪ |
রাজশাহী |
৮৯.২৬ |
২৮,০৭৪ |
৮৭.৮৯ |
২৬,৮৭৭ |
৮৫.৮৮ |
৪২,৫১৭ |
কুমিল্লা |
৭৯.২৩ |
১২,১০০ |
৭৮.৪২ |
১১,৬২৩ |
৯১.২৮ |
১৯,৯৯৮ |
যশোর |
৯২.৩৩ |
২০,৭৬১ |
৮৬.১৭ |
২০,৬১৭ |
৯৫.১৭ |
৩০,৮৯২ |
চট্টগ্রাম |
৮২.৮০ |
১০,৮২৩ |
৭৮.২৯ |
১১,৪৫০ |
৮৭.৫৩ |
১৮,৬৬৪ |
বরিশাল |
৮৯.১৩ |
৬,১৪৫ |
৯০.১৮ |
৬,৩১১ |
৮৯.৬১ |
১০,০৬৮ |
সিলেট |
৭৩.৩৫ |
৫,৪৭১ |
৭৬.০৬ |
৫,৪৫২ |
৭৮.৮২ |
৭,৫৬৫ |
দিনাজপুর |
৭৮.৪৩ |
১৮,১০৫ |
৭৬.৮৭ |
১৭,৪১০ |
৮১.১৬ |
২৫,৫৮৬ |
ময়মনসিংহ |
৮৫ |
১৩,১৭৬ |
৮৫.৪৯ |
১৩,১৭৭ |
৮৯.০২ |
১৫,২১৬ |
মাদ্রাসা |
৭৯.৬৬ |
১৪,২০৬ |
৭৪.৭ |
৬,২১৩ |
৮২.২২ |
১৫,৪৫৭ |
কারিগরি |
৮১.৩৮ |
৪,০৭৮ |
৮৬.৩৫ |
১৮,১৪৫ |
৮৯.৫৫ |
১৮,৬৫৫ |
মোট |
৮৩.০৪ |
১,৮২,১২৯ |
৮০.৩৯ |
১,৮৩,৫৭৮ |
৮৭.৪৪ |
২,৬৯,৬০২ |
গত বছর এসএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৮০ দশমিক ৩৯ শতাংশ, জিপিএ-৫ পায় ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন।
সে হিসাবে এবার পাসের হার কমেছে ২ দশমিক ৬৫ শতাংশ পয়েন্ট। আর পূর্ণাঙ্গ জিপিএ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ১ হাজার ৪৪৯ জন।
এবার পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী সব বিষয়ে পূর্ণ সময় এবং পূর্ণ নম্বরে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়।