Published : 22 Oct 2024, 05:16 PM
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) আহসান কিবরিয়া সিদ্দিকীকে অর্থনীতি সম্পর্ক বিভাগে (ইআরডি) বদলি করা হয়েছে।
ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ আস্থাভাজন হিসবে তার কার্যালয়ে দীর্ঘদিন কর্মরত ছিলেন আহসান কিবরিয়া সিদ্দিকী।
আহসান কিবরিয়া পরিচালক থেকে পদোন্নতি পেয়ে অতিরক্ত সচিব পদমর্যাদায় মহাপরিচালক (প্রশাসন) হয়েছিলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে দীর্ঘদিন কর্মরত থাকায় প্রশাসনে বেশ প্রভাবশালী হিসেবেও পরিচিত ছিলেন তিনি।
শেখ হাসিনা সরকারের পতনের পরও তাকে সরকারপ্রধানের দপ্তরে রাখা হয়েছিল। গত ১৭ অক্টোবর তাকে বদলির আদেশ হয়।