Published : 15 Dec 2024, 12:53 PM
পেনশনভোগীসহ সব কর্মচারীকে মহার্ঘ ভাতা দেবে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান রোববার তার দপ্তরে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান।
তিনি বলেন, “মহার্ঘ ভাতা দেওয়া হবে বলেই কমিটি করা হয়েছে। কত শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হবে সে বিষয়ে কমিটি সুপারিশ করবে।
“আপার লিমিট এবং লোয়ার লিমিট নির্ধারণ করে দেওয়া হবে। স্টাফদের হয়তো একটু বেশি থাকতে পারে। পেনশনাররাও মহার্ঘ ভাতা পাবেন।”
মহার্ঘ ভাতার দুটি স্ল্যাব হতে পারে জানিয়ে জনপ্রশাসন সচিব বলেন, “অফিসারদের জন্য একটু কম এবং স্টাফদের জন্য একটু বেশি দেওয়া হবে।”
মহার্ঘ ভাতার বিষয়ে সুপারিশ দিতে মুখ্য সচিবকে প্রধান করে একটি কমিটি করেছে সরকার।
এই কমিটি আরও দুইটি সভা করে তাদের সুপারিশ চূড়ান্ত করবে বলে জানান কমিটির সদস্য জনপ্রশাসন সচিব।