Published : 20 May 2025, 06:51 PM
রাজধানীর পল্লবী থানার সাবেক ওসি অপূর্ব হাসান ও তার স্ত্রী ফাতিমা রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের আবেদনে মঙ্গলবার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য দিয়েছেন।
অপূর্ব হাসানের বিরুদ্ধে জুলাই আন্দোলনে ছাত্রজনতার ওপর গুলি, হত্যা, সোনা চোরাচালান ও ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক।
সংস্থাটির উপপরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়ার আবেদনে বলেন, বর্তমানে পলাতক অপূর্ব হাসান ও তার স্ত্রী ফাতিমা রহমান সপরিবারে বিদেশে পালিয়ে যেতে পারেন। তারা দেশত্যাগ করলে অভিযোগের অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিতকরণ করা প্রয়োজন।