Published : 21 Apr 2025, 04:39 PM
দাবি আদায়ে ডিপ্লোমা শিক্ষার্থীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির ফটক সাত ঘণ্টা ধরে অবরোধ করে রাখার পর সরে গেছেন।
সোমবার বেলা ৩টার দিকে শিক্ষার্থীরা খামারবাড়ির ফটক থেকে সরে গেলে কর্মকর্তারা ভেতরে ঢুকতে পারেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) মুরাদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিক্ষার্থীদের পাঁচ জনের একটি প্রতিনিধিকে মন্ত্রণালয় কৃষি উপদেষ্টা মহোদয়ের সঙ্গে কথা বলার জন্য নিয়ে যাওয়া হয়েছে।
“এরপর বেলা ৩টার দিকে তারা খামার বাড়ির ফটক ছেড়ে দিলে কর্মকর্তারা ঢুকতে শুরু করেন।”
মুরাদুল বলেন, “শিক্ষার্থীরা ১৫ দিন ধরে আন্দোলন করছিল। তাদের বিভিন্ন দাবি এর আগে অ্যাড্রেস করা হয়েছে। এখন তাদের মূল দাবি হয়ে দাঁড়িয়েছে উচ্চ শিক্ষার সুযোগ। এটা তো আমরা চাইলেই দিতে পারি না। এখানে অনেকগুলো প্রতিষ্ঠান জড়িত আছে।”
আন্দোলনকারী শিক্ষার্থীরা এর আগে কৃষি সচিবের সঙ্গেও কথা বলেছেন জানিয়ে তিনি বলেন, “সোমবার সকাল ৮টার দিকে তারা খামারবাড়ির প্রধান ফটক অবরোধ করে। এ সময় কোনো কর্মকর্তাকে তারা ঢুকতে দেয়নি। দুপুরের দিকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কিছু শিক্ষার্থী খামারবাড়িতে জড়ো হয়। তারা আন্দোলনরত শিক্ষার্থীদের কিছু দাবির বিরোধিতা করছিল।”
ডিপ্লোমা শিক্ষার্থীদের দাবিতে পরে তাদের একটি প্রতিনিধিদলকে কৃষি উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করাতে সচিবালয়ে নিয়ে যাওয়া হয় বলে জানান তিনি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রধান ফটকে দায়িত্বপ্রাপ্ত আনসার বাহিনীর সদস্য হাফিজুল ইসলাম বলেছেন, সকাল ৮টার আগেই ডিপ্লোমা শিক্ষার্থীরা এসে ফটক বন্ধ করে দেন। তারা কাউকেই ঢুকতে দেননি। তবে তারা কোনো ভাঙচুর বা অরাজকতা করেননি।
“দুপুরবেলা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী এলে একটু উত্তেজনা তৈরি হয়। তবে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ছিল। কর্মকর্তাদের সঙ্গে কথা বলে শিক্ষার্থীরা বেলা ৩টার দিকে এখান থেকে সরে যান।”
শিক্ষার্থীদের দুই পক্ষই তাদের দাবির বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে স্মারকলিপি দিয়েছে।
আন্দোলনকারী ডিপ্লোমা শিক্ষার্থীদের দাবিগুলো হলো-
>> ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ দিতে হবে।
>> উপসহকারী কৃষি কর্মকর্তাকে দ্বিতীয় শ্রেণির কর্মচারী হিসেবে গেজেট করে প্রজ্ঞাপন জারি করতে হবে এবং প্রতিবছর নিয়োগের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।
>> কৃষি ডিপ্লোমা শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষক সংকট দূর করতে হবে।
>> কৃষি ডিপ্লোমা শিক্ষাকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অধীন থেকে বের করে সম্পূর্ণভাবে কৃষি মন্ত্রণালয়ের আলাদা প্রতিষ্ঠান করতে হবে।
>> সব কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পদটি শুধু ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষিত করতে হবে।
>> ডিপ্লোমা কৃষিবিদদের বেসরকারি চাকরির ক্ষেত্রে ন্যূনতম দশম গ্রেডের পে-স্কেলে বেতন দিতে হবে।
>> কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের মাঠ সংযুক্তি ভাতা দিতে হবে।
>> উপসহকারী কৃষি কর্মকর্তাদের চাকরিতে প্রবেশের পর ছয় মাসের ফাউন্ডেশন ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে।