Published : 12 May 2025, 03:09 PM
স্বাস্থ্যখাতে ইতিবাচক পরিবর্তন আনতে সংশ্লিষ্টদের মনোযোগী হতে বলেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
তিনি বলেছেন, “স্বাস্থ্য সেবা যে স্বাস্থ্যহীন, সেটা আমরা সবাই বুঝি। এবং একে অপরকে দোষ দিই- এর কারণে এটা হয় না; ওর কারণে এটা হয় না। দোষ দিলে তো স্বাস্থ্যহীনতা দূর হয়ে যাবে না।
“এটার প্রতিকার করতে হবে- যাতে করে আমরা স্বাস্থ্য সেবা সঠিকভাবে করতে পারি। দুনিয়ার যত দেশ আছে, যত জাতি আছে, তারা যদি নিজ দেশে স্বাস্থ্য সেবা আমাদের চাইতে ভালো করতে পারে। আমাদের মধ্যে কী গাফিলতি আছে, কী অভাব আছে- যে কারণে আমরা পারছি না?”
সোমবার ঢাকায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে দুই দিনের সিভিল সার্জন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন মুহাম্মদ ইউনূস।
সিভিল সার্জনদের উদ্দেশে সরকারপ্রধান বলেন, “আমাদের যতটুকু চিকিৎসা সরঞ্জাম বা সুযোগ সুবিধা রয়েছে, এই পরিস্থিতির মধ্যে যদি আমরা পরিবর্তনের জন্য নিজের মন ঠিক করতে পারি- তাহলে আমি নিশ্চিত বাংলাদেশের স্বাস্থ্য সেবার ২৫ শতাংশ উন্নতি হয়ে যাবে।”
দেশে প্রথমবারের মতো সিভিল সার্জন সম্মেলন হচ্ছে জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, “সিভিল সার্জন সম্মেলনের উদ্বোধনের মধ্য দিয়ে নতুন মানসিকতার উন্মোচন করছি এবং সেইসাথে বাংলাদেশের স্বাস্থ্য খাতের নতুনভাবে পথচলা শুরু হলো।”
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বক্তব্য রাখেন।