দোষারোপ করে স্বাস্থ্যখাতে পরিবর্তন আসবে না: ইউনূস
স্বাস্থ্যখাতে ইতিবাচক পরিবর্তন আনতে সংশ্লিষ্টদের মনোযোগী হতে বলেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
দেশের প্রথম সিভিল সার্জন সম্মেলনে মুহাম্মদ ইউনূস বলেন, “স্বাস্থ্য সেবা যে স্বাস্থ্যহীন, সেটা আমরা সবাই বুঝি এবং একে অপরকে দোষ দিই- এর কারণে এটা হয় না; ওর কারণে এটা হয় না। দোষ দিলে তো স্বাস্থ্যহীনতা দূর হয়ে যাবে না।
“এটার প্রতিকার করতে হবে- যাতে করে আমরা স্বাস্থ্য সেবা সঠিকভাবে করতে পারি। দুনিয়ার যত দেশ আছে, যত জাতি আছে, তারা যদি নিজ দেশে স্বাস্থ্য সেবা আমাদের চাইতে ভালো করতে পারে। আমাদের মধ্যে কী গাফিলতি আছে, কী অভাব আছে- যে কারণে আমরা পারছি না?”