Published : 13 May 2025, 09:43 PM
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আমলের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগের ঘটনায় তিন উপদেষ্টার তদন্ত কমিটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে তদন্ত কমিটির সভাপতি শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের নেতৃত্বে সদস্যরা বিমানবন্দরে পৌঁছান।
তার সঙ্গে কমিটির দুই সদস্য পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা সাখাওয়াত হোসেন ছিলেন। বিকাল ৪টার দিকে তারা সেখান থেকে বেরিয়ে আসেন।
নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই কর্মকর্তা বলেছেন, এ সময় তাদের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, জাতীয় গোয়েন্দা সংস্থা-এনএসআইয়ের পরিচালক, ইমিগ্রেশনের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, বিমানবন্দরের নির্বাহী পরিচালক, এভিয়েশন সিকিউরিটি-এভসেকের পরিচালক ছিলেন।
তিনি বলেন, “মূলত আব্দুল হামিদের দেশত্যাগের ঘটনা তদন্ত করতেই তারা এসেছিলেন। এ সময় তারা দায়িত্বরত কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করেন।”
পরে, তারা ইমিগ্রেশনে কর্মরত বিভিন্ন বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠক করেন।
তবে, ঠিক কী বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, বৈঠকে আর কারা ছিলেন, কি বিষয়ে আলোচনা হয়েছিল এসব তথ্য তিনি জানাতে পারেননি।
এ বিষয়ে জানতে চাইলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম কোনো মন্তব্য করতে চাননি।
বিষয়টি নিয়ে জানতে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে বার্তা পাঠিয়েও সাড়া মেলেনি।
গেল ৭ মে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ শাহজালাল বিমানবন্দর দিয়ে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ডে পাড়ি দেন। মামলার আসামি হয়েও তার দেশত্যাগ নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়।
কিশোরগঞ্জ সদর থানার একটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আব্দুল হামিদকেও আসামি করা হয়েছে।
এ ঘটনায় এরই মধ্যে দায়িত্বে অবহেলার অভিযোগে কিশোরগঞ্জের পুলিশ সুপারসহ চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
এরপর রোববার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ ঘটনায় তিন সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।
হামিদ কীভাবে দেশ ছাড়লেন, আগামী ১৫ দিনের মধ্যে কমিটিকে সে বিষয়ে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।