Published : 06 Jun 2025, 04:22 PM
ঈদ ঘিরে দেশজুড়ে ‘বিশেষ নিরপত্তার’ আওতায় গোয়েন্দা নজরদারি বাড়ানো এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলায় ‘সর্বোচ্চ সতর্ক অবস্থায়’ থাকার কথা বলেছে র্যাব।
শুক্রবার দুপুরে জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেছেন, দেশজুড়ে তালিকাভুক্ত ঈদ জামাতের স্থানগুলোতে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেই লক্ষ্যে জাতীয় ঈদগাহ, বায়তুল মোকারম মসজিদ, শোলাকিয়া ঈদগাহ, দিনাজপুর বড় ঈদগাহ ও দেশের অন্যান্য ঈদগাহে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
ঈদগাহগুলোতে ‘নিরাপত্তা সুইপিং’ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, “পাশাপাশি ওয়াচ টাওয়ার স্থাপন, স্ট্রাইকিং ফোর্স, মোবাইল পেট্রোল, অবজারভেশন পোস্ট, চেক পোস্ট এবং সিসিটিভি মনিটরিং করা হচ্ছে। এছাড়া যে কোনো পরিস্থিতি মোকাবেলায় র্যাবের বম ডিসপোজাল ইউনিট এবং ডগ স্কোয়াড টিমকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।”
ঈদে ঘরমুখী মানুষের নিরাপদে বাড়ি ফেরা নিশ্চিত করার জন্য নজরদারি ও টহল কার্যক্রম জোরদারের কথাও তিনি বলেন।
ঢাকামুখী পশুবাহী পরিবহনে চাঁদাবাজী ঠেকাতে প্রতিটি হাইওয়েতে র্যাবের নিয়মিত টহল ও নজরদারি রয়েছে জানিয়ে তিনি বলেন, “গুরুত্বপূর্ণ শপিং মল, বিপণি বিতান এবং বিনোদন কেন্দ্রে স্ট্যাটিক টহল বৃদ্ধির মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে; যাতে করে সাধারণ জনগণ উৎসব মুখর পরিবেশে এবং নিরাপদে কেনাকাটা শেষ করে বাড়ি ফিরতে পারে।”
ঢাকাসহ সারাদেশে ঈদের ছুটিতে যাওয়া মানুষের বাসস্থান, কর্মস্থল, শপিংমলসহ অন্যান্য স্থানে চুরি ও ডাকাতি প্রতিরোধে র্যাবের তৎপরতার কথাও তুলে ধরেন তিনি।
এবার মলম পার্টি ও অজ্ঞান পার্টির দৌরাত্ম প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে ইন্তেখাব চৌধুরী বলেন, “আমার মনে হয় কমেছে। কারণ যেখানেই আমরা এ ধরনের খবর বা গোয়েন্দা তথ্য আমরক আগে থেকে পাচ্ছি...। যেমন রংপুরে ইতোমধ্যে ১৩ জনকে আটক করা হয়েছে, সিলেটে এমন মলম পার্টিকে আটক করা হয়েছে।
“এই সমস্ত পদক্ষেপের কারণে সারাদেশে একটি মেসেজ যাচ্ছে, যারা এসব অপকর্মের সঙ্গে জড়িত, তাদের কোনোভাবে ছাড় দেওয়া হবে না।”