যেসব ভুলে নষ্ট হয় ফ্রিজে রাখা রান্না মাংস
কোরবানির ঈদে রান্না হয় নানান পদের মাংস। ফলে অনেক সময় বেচে যায় খাবার। এই বেচে যাওয়া খাবার নষ্ট না করে পরে খাওয়ার জন্য তোলা হয় রেফ্রিজারেইটরে। তবে সঠিক পদ্ধতি অবলম্বন না করে যদি তোলা হয় তাহলেই বাধে বিপত্তি। শঙ্কা থাকে ব্যাকটেরিয়া সংক্রমনের, খাবার নষ্ট হওয়ার। তাই রেফ্রিজারেইটরে তুলতে মানতে হবে কিছু পদ্ধতি।