Published : 04 Jun 2025, 05:23 PM
বনানী থানার অস্ত্র মামলার শুনানিতে কথা বলতে চাইলেও আদালতের অনুমতি পাননি সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।
বনানী থানার এসআই মো. জানে আলম দুলালের করা এই মামলায় কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে আদালত।
তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে বুধবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. জিয়াদুর রহমান এ আদেশ দেন।
এদিন সকালে কড়া নিরাপত্তয় কামাল আহমেদ মজুমদারকে আদালতে হাজির করা হয়। তাকে এজলাসে তোলা হয় বেলা ১২টার দিকে।
শুনানিতে কামাল আহমেদের আইনজীবী আল ইমরান মুকুল আদালতকে বলেন, “গত বছরের ২৭ সেপ্টেম্বর অস্ত্র জমা দিতে ঢাকার জেলা প্রশাসক বরাবর আবেদন করা হয়। আবেদন একসেপ্ট করে মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। আপনি (বিচারক) চাইলে কোর্টের মাধ্যমে অস্ত্রটা জমা দিতে পারি।“
তখন বিচারক বলেন, “তদন্ত কর্মকর্তা তদন্ত করে আসুক।“
এরপর এজলাস থেকে নেমে যাচ্ছিলেন বিচারক।“
আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা কামাল আহমেদ মজুমদার তখন বলেন, “মাননীয় আদালত, আমি কথা বলার সুযোগ চাই।“
তখন বিচারক বলেন, “এখন (গ্রেপ্তার দেখানোর শুনানিতে) তো কথা বলার কিছু নেই।“
পরে এজলাস ত্যাগ করেন বিচারক জিয়াদুর রহমান।
এরপর কামাল আহমেদ মজুমদারকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত বছরের ২৫ অগাস্টে সরকার এক প্রজ্ঞাপনে জানিয়ে দেয় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরে বেসামরিক ব্যক্তিদের দেওয়া সব অস্ত্রের লাইসেন্স স্থগিত করা হয়েছে।
স্থগিত করা সেইসব আগ্নেয়াস্ত্র গেল বছরের ৩ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট জমা দেওয়ার নির্দেশও দেয় সরকার। সেইসাথে সতর্ক করা হয়, জমা দেওয়া না হলে সেসব অবৈধ অস্ত্র হিসেবে ধরে নিয়ে মামলা করা হবে।
ওই নির্ধারিত সময়ের মধ্যে কামাল আহমেদ মজুমদার তার দুইটি আগ্নেয়াস্ত্র নিজে অথবা অন্য কারোর মাধ্যমে বনানী থানায় বা অন্য কোনো থানায় জমা দিয়েছেন কী না সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি এবং বিষয়টি নিয়ে আসামি থানায়ও কোনো তথ্য জানাননি।
এছাড়া সাবেক এই প্রতিমন্ত্রীর অস্ত্রের লাইসেন্স ঠিকানায় উপস্থিত হয়ে ওই বাসায় কাউকে পাওয়া যায়নি।
গত বছরের ১৮ অক্টোবর কামাল আহমেদ মজুমদারকে রাজধানীর গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি কারাগারে আছেন। তাকে এর মধ্যে হত্যা ও হত্যাচেষ্টার একাধিক মামলার গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডেও নেওয়া হয়েছে।
ঢাকা-১৫ আসন থেকে তিনি ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে শিল্প প্রতিমন্ত্রীর দায়িত্ব পান কামাল মজুমদার। ২০০৮, ২০১৪ ও ২০২৪ সালেও তিনি এ আসন থেকে নির্বাচন করে এমপি হয়েছিলেন তিনি।
কামাল মজুমদার এবার অস্ত্র মামলায় গ্রেপ্তার
হাতকড়া কি বীর মুক্তিযোদ্ধার অলঙ্কার? শুনানিতে কামাল মজুমদার