Published : 14 Jan 2025, 07:47 PM
ব্যাংকের টাকা আত্মসাতের এক ডজনের বেশি মামলায় সাজা মাথা নিয়ে পলাতক থাকা এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
হারুনুর রশিদ নামের এই ব্যক্তি বিভিন্ন ব্যাংক থেকে প্রায় এক হাজার কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করেছেন বলে পুলিশের দাবি।
মঙ্গলবার ঢাকার মতিঝিল থানার ওসি মেজবাহ উদ্দিন বলেন, “হারুনুর রশিদ চট্টগ্রামের ডবলমুরিং থানার ৮টি ও হালিশহর থানার ৭টি মামলায় সাজাপ্রাপ্ত আসামি।
এছাড়া তার বিরুদ্ধে ডবলমুরিং ও হালিশহর থানার ৩০টি মামলায় ওয়ারেন্ট রয়েছে বলে জানান তিনি।
“তিনি গ্রেপ্তার এড়াতে মতিঝিলের দিলকুশা এলাকায় আত্মগোপনে ছিলেন। ডবলমুরিং থানা থেকে মতিঝিল থানায় পাঠানো একটি ‘অধিযাচনপত্রের’ (অনুরোধপত্র) প্রেক্ষিতে রোববার গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়।”
ওসি বলেন, “হারুন ‘রুবাইয়া ভেজিটেবল’ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের বিপরীতে ইসলামী ব্যাংক, আল আরাফাহ ব্যাংকসহ বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে আর পরিশোধ করেননি। এর প্রেক্ষিতে তার বিরুদ্ধে মামলাগুলো করা হয়।”
তবে হারুন কত টাকা আত্মসাৎ করেছেন ওসি মেজবাহ তা জানাতে পারেননি।
তবে ১৩টি ব্যাংক থেকে প্রায় ৯০০ কোটি টাকা ঋণ নেওয়ার ঘটনায় দায়ের করা চেক জালিয়াতির মামলায় ২০১৯ সালে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। পরে জামিনে বেরিয়ে আত্মগোপনে চলে যান তিনি।
চট্টগ্রামের ব্যবসায়ী হারুনুর রশিদের প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে রুবাইয়া ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এইচ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড, ন্যাশনাল আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, রুবাইয়া প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, চিটাগাং ইস্পাত লিমিটেড ও আমানত স্টিল লিমিটেড।
এর মধ্যে সবচেয়ে বেশি বিনিয়োগ থাকা ‘রুবাইয়া ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের’ এমডি হারুনুর রশিদ ও তার স্ত্রী আনজুমান আরা বেগম প্রতিষ্ঠানটির চেয়ারম্যান।
ব্যবসায়ী হারুনকে ডবলমুরিং থানায় হস্তান্তরের কথা জানিয়েছেন মতিঝিল থানার ওসি মেজবাহ।