Published : 11 Nov 2024, 11:38 PM
ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে নরসিংদীর তিনবারের স্বতন্ত্র সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় আসাদ গেইট এলাকার বেসরকারি পিপলস ইউনিভার্সিটির সামনে থেকে তাকে গ্রেপ্তারের তথ্য দিয়েছেন মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসান।
তিনি বলেন, "সিরাজুল ইসলাম মোল্লা বিশ্ববিদ্যালয়টির চেয়ারম্যান হিসেবে একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন। শিক্ষার্থীরা তাকে আটক করে সেনাবাহিনীকে খবর দেয়। পরে সেনাবাহিনী তাকে হেফাজতে নিয়ে আমাদের খবর দিলে আমরা নিয়ে আসি।"
সিরাজুল ইসলামের বিরুদ্ধে নারায়ণগঞ্জের আড়াইহাজার ও ফতুল্লা থানায় দুইটি মামলা রয়েছে। ফতুল্লা থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে, তাদের কাছে সাবেক এ সংসদ সদস্যকে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
গণ আন্দোলনের মুখে ৫ অগাস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। তিন দিন পর অন্তর্বর্তী সরকার গঠনের পর একে একে গ্রেপ্তার হচ্ছেন আওয়ামী লীগের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ শীর্ষ পর্যায়ের নেতা ও প্রভাবশালী সংসদ সদস্যরা।
সাবেক এমপি শম্ভু উত্তরায় গ্রেপ্তার
এরমধ্যেই নরসিংদী ৩ আসন থেকে সবশেষ তিন নির্বাচনে দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র নির্বাচন করে জয়ী হওয়া জেলা আওয়ামীল লীগ নেতা সিরাজুলের গ্রেপ্তারের তথ্য এল।
এদিন ঢাকার উত্তরা থেকে বরগুন ১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে গ্রেপ্তারের তথ্যও দেয় ঢাকা মহানগর পুলিশ।
শিল্পপতি সিরাজুল ইসলাম মোল্লা বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও নরসিংদী জেলা আওয়ামী লীগের সহসভাপতি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শিবপুর উপজেলা নিয়ে গঠিত নরসিংদী ৩ আসনে নৌকা প্রতীকের প্রার্থী ফজলে রাব্বি খানকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করেন তিনি।
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উপদেষ্টার পদে থাকা সিরাজুল একই আসনে ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হলেও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পরাজিত হন।
তার স্ত্রী ফেরদৌসী ইসলাম শিবপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি। তিনি চলতি বছর মে মাসে শিবপুর উপজেলা নির্বাচনে জয়লাভ করেন।