০২ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব শনিবার এ আদেশ দেন।
পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, “স্পেশাল পাওয়ার অ্যাক্টে সাতক্ষীরা সদর থানায় করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।”
সরকার পতনের পর তিনবারের এই সংসদ সদস্যের বিরুদ্ধে মানিকগঞ্জে একাধিক মামলা হয়েছে।
জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৩৪১ কোটি টাকা অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে ‘অপরাধলব্ধ অবৈধ অর্থ হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তরের’ অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেছে দুদক।
পুলিশ কর্মকর্তা তালেবুর বলেন, জাফর আলমের বিরুদ্ধে হত্যাসহ আটটি মামলা রয়েছে।
মামলার ১১৯ নম্বর আসামি সাবেক এই সংসদ সদস্য।
২০২০ সালে ঢাকা-৫ আসনের উপনির্বাচনে নৌকা প্রতীকে ভোট করে জয়ী হয়েছিলেন কাজী মনিরুল ইসলাম মনু।
তাকে থানা হেফাজতে রাখা হয়েছে। তার বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি, বলেন সদর থানার ওসি।