Published : 03 Jun 2025, 06:55 PM
‘জ্ঞাত আয়বহির্ভূত’ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক আইজিপি নূর মোহাম্মদ ও তার স্ত্রী ইসমত আরা বেগমের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের উপসহকারী পরিচালক আবু মোহাম্মদ আনোয়ারুল মাসুদ সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলা করেন। মঙ্গলবার দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য দেন।
কিশোরগঞ্জ-২ আসনের সাবেক এমপি নূর মোহাম্মদের বিরুদ্ধে মামলায় বলা হয়, তিনি ক্ষমতার অপব্যবহার করে ‘জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ’ ১ কোটি ১৬ লাখ ৩০ হাজার ৪৪৩ টাকার সম্পদ অর্জন করেছেন। তার নামে থাকা ১৭টি ব্যাংক হিসাবে প্রায় ১৬ কোটি ৪২ লাখ ৬৬ হাজার ১৩৪ টাকার লেনদেন হয়েছে, যা ‘সন্দেহজনক’।
দ্বিতীয় মামলায় ইসমত আরা বেগমের বিরুদ্ধে অভিযোগ, তিনি ‘স্বামীর প্রভাবে’ ১ কোটি ১৪ লাখ ৮৬ হাজার ১৮ টাকার ‘জ্ঞাত আয়বহির্ভূত’ সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন।
এছাড়া ইসমত আরা বেগমের নামে থাকা ২১টি ব্যাংক হিসাবে প্রায় ১৮ কোটি ৯৫ লাখ ২৭ হাজার ৮৭৭ টাকার ‘সন্দেহজনক’ লেনদেনের তথ্য পাওয়ার কথা বলছে দুদক। এ মামলায় তার সঙ্গে নূর মোহাম্মদকেও আসামি করা হয়েছে।