Published : 02 Jun 2025, 09:25 PM
দেশের বিভিন্ন আদালতের ২৬৪ জন বিচারককে রদবদল করা হয়েছে।
সোমবার আইন ও বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয় তাদের রদবদলে সাতটি আদেশ জারি করেছে।
এর মধ্যে একটি আদেশেই রয়েছেন ১৬২ জন, আরেকটি আদেশে ৩৮ জন, আরেকটিতে ৩০ জন, অপরটিতে ২১ জন এবং ১২ জন করে বদলির আদেশ রয়েছে আরও দুটি আদেশে। এছাড়া দুইটি আদেশে একজন করে রদবদলের তথ্য রয়েছে।
বিচারকদের মধ্যে রয়েছেন জেলা ও দায়রা জজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, যুগ্ন জেলা দায়রা জজ, সিনিয়র সহকারী জজ, মেট্রোপলিটন মেজিস্ট্রেট।