Published : 14 Jun 2025, 05:02 PM
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের পাশে নার্সিং কলেজের সামনের ফুটপাত থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার বেলা ১১টার দিকে ওই নারীকে পড়ে থাকতে দেখে হাসপাতালের লোকজন জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে পুলিশ জানিয়েছে।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, “আনুমানিক ৪৫ বছর বয়সী ওই নারীর পায়ে পচন ছিল। ধারণা করা হচ্ছে তিনি ভবঘুরে কেউ হবেন।”
লাশটি ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। ওই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।