ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতা সাম্য ছুরিকাঘাতে নিহত, ক্যাম্পাস জুড়ে প্রতিবাদ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এক ছাত্রদল নেতাকে সোহরাওয়ার্দী উদ্যানে ছুরি মেরে হত্যা করা হয়েছে। নিহত শাহরিয়ার আলম সাম্য শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্র ছিলেন। স্যার এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন তিনি।
তার মৃত্যুর পর ক্যাম্পাসে তীব্র প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিল শুরু হয়, শিক্ষার্থীরা হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন। এর ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।