Published : 19 May 2025, 12:49 PM
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে নগর ভবন ‘ব্লকেড’ কর্মসূচিতে নেমেছেন তার সমর্থকরা।
পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার বেলা সোয়া ১১টার দিকে এ অবরুদ্ধ কর্মসূচি শুরু হয়।
আন্দোলনকারীরা নগর ভবনের ফটকের সামনে অবস্থান নিয়ে অস্থায়ী মঞ্চ বানিয়েছেন। সেখানে চলছে সংগীত পরিবেশন। নগর ভবন থেকে জিরো পয়েন্ট পর্যন্ত বিভিন্ন পয়েন্টে বসানো মাইকে চলছে স্লোগান; হচ্ছে ছোট-ছোট মিছিল।
‘এক দুই তিন চার, আসিফ মাহমুদ স্বৈরাচার', ‘ইশরাক, হোসেন’, ‘শপথ চাই, পড়াতে হবে’, ‘শপথ নিয়ে টালবাহানা, চলবে না, চলবে না’ ইত্যাদি স্লোগান তুলেছেন আন্দোলনকারীরা। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কুশপুতুলও দেখা যায়।
বিক্ষোভকারীরা গুলিস্তানের গোলাপ শাহ মাজারের সামনে এক পাশে সড়ক বন্ধ করে অবস্থান নিয়েছেন। এতে দুর্ভোগে পড়েছেন এ পথে চলাচলকারীরা। এছাড়া নগর ভবনের দুই পাশের সড়কেও তারা অবস্থান নিয়েছেন। বেলা ১২টা ১০ মিনিটের দিকে বৃষ্টি নামলেও আন্দোলনকারীরা অবস্থান ছাড়েননি।
ঢাকার যাত্রাবাড়ী থেকে আসা যুবদল কর্মী দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইশরাক ভাই জনতার মেয়র। তাকে মেয়র হিসেবে শপথ পড়াতে হবে অবিলম্বে। অন্যথায় আমরা মাঠ ছাড়ব না। কোনো টালবাহানা বরদাশত করা হবে না।”
এর আগে রোববার দুপুরে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি থেকে ব্লকেড কর্মসূচির ঘোষণা দেন সাবেক সিনিয়র সচিব মশিউর রহমান।
এদিকে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে শপথ না পড়ানোর বিষয়ে আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় থাকার কথা বলেছে স্থানীয় সরকার বিভাগ। আর আদালতের সিদ্ধান্ত আসার আগে ইশরাকের সমর্থকদের ‘জনদুর্ভোগ’ সৃষ্টি থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বুধবার থেকে কর্মসূচি পালন করে আসছেন তার সমর্থকরা। সেদিন থেকেই ডিএসসিসি নগর ভবন কার্যত অচল।
দাবি আদায়ে শনিবার হয় সচিবালয় অভিমুখে যাত্রা। এ কর্মসূচির পর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে অবাঞ্ছিত ঘোষণা করেন ইশরাকের সমর্থকরা। ডিসেম্বরে সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দাপ্তরিক কাজ চলছে ঢাকা দক্ষিণ সিটি ভবনে।
নিজেকে ডিএসসিসি মেয়র হিসেবে শপথ পড়ানোর ‘প্রয়োজনীয় ব্যবস্থা’ নিতে শনিবার স্থানীয় সরকার বিভাগে চিঠিও দেন ইশরাক হোসেন। এরপর সন্ধ্যায় ডাকেন সংবাদ সম্মেলন।
এক সাংবাদিক ইশরাকের কাছে জানতে চান, স্থানীয় সরকার উপদেষ্টার সঙ্গে তার কোনো বিরোধ আছে কি না?
জবাবে তিনি বলেন, ‘‘স্থানীয় সরকার উপদেষ্টা বা অন্য কোনো উপদেষ্টার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত বিরোধও নাই, ব্যক্তিগত সম্পর্কও নাই।”
২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির সবশেষ নির্বাচন হয়। তাতে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনকে পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে হারিয়ে মেয়র হন আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস।
ক্ষমতার পট পরিবর্তনের পর গেল ২৭ মার্চ ঢাকার নির্বাচনি ট্রাইব্যুনাল সেই ফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করেন।
এরপর ২৭ এপ্রিল ইশরাককে ডিএসসিসি মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। তবে ইশরাকের শপথ অনুষ্ঠান এখনও হয়নি।