Published : 03 Jun 2025, 08:04 PM
৪৪তম বিসিএসের প্রার্থীদের কাছ থেকে ননক্যাডার নিয়োগের পছন্দক্রম গ্রহণ শুরু দিনেই তা স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন-পিএসসি।
মঙ্গলবার সকাল ৬টা থেকে এই বিসিএসের প্রার্থীদের কাছ থেকে ননক্যাডার নিয়োগের আবেদন শুরু হয়েছিল। তবে সন্ধ্যা ৬টায় কমিশনের তরফে এ প্রক্রিয়া স্থগিতের কথা জানানো হয়।
জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান পছন্দক্রম গ্রহণ স্থগিত রাখার বিজ্ঞপ্তি সংবাদমাধ্যমে পাঠান। তিনি এর সুনির্দিষ্ট কারণ না বলে ‘অনিবার্য কারণে’ স্থগিত করার তথ্য দেন।
এর আগে সোমবার এক বিজ্ঞপ্তিতে ৪৪তম বিসিএসের ননক্যাডার নিয়োগের পছন্দক্রম দিতে প্রার্থীদের কাছ থেকে পছন্দক্রম আহ্বান করে পিএসসি। মঙ্গলবার সকাল ৬টা থেকে এ প্রক্রিয়া শুরু হয়ে ১৭ জুন পর্যন্ত চলার কথা ছিল।
৪৪তম বিসিএসের এ পরীক্ষার আবেদন চেয়ে ২০২১ বিজ্ঞপ্তি দেওয়া হয়। সব ধাপ পেরিয়ে মৌখিক পরীক্ষা এক দফায় শুরু হলেও গত ১৮ নভেম্বর তা বাতিল করা হয়। পরে গত ২২ ডিসেম্বর থেকে ফের পরীক্ষাটি শুরু হয়।
প্রথম দফায় মৌখিক পরীক্ষা শুরু হয়েছিল ২০২৪ সালের ৮ মে। মাঝে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে তা প্রথম দফায় এবং সরকার পতনের পর ওই বছর ২৫ অগাস্ট দ্বিতীয় দফায় তা স্থগিত করা হয়।
আগে ৩ হাজার ৯৩০ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেন। এতে মোট ১১ হাজার ৭৩২ জনের অংশ নেওয়ার কথা ছিল।
‘ন্যায্যতা বজায় রাখতে প্রার্থীদের করা আবেদনের প্রেক্ষিতে’ এ পরীক্ষা বাতিল করা হয়েছিল বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল।