Published : 18 Jul 2024, 08:05 PM
কোটা সংস্কার আন্দোলনের মধ্যে ঢাকার ধানমন্ডির ২৭ নম্বর সড়ক এলাকায় সংঘর্ষ-সহিংসতায় এক কলেজছাত্র নিহত হওয়ার খবর এসেছে।
নিহত ছাত্রের নাম ফারফান ফাইয়াজ (১৭)। সে মোহাম্মদপুরের ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ বলেছেন, বিকালে কলেজ চত্বরে ফারহানের জানাজার পর তার বাবা লাশ নিয়ে গ্রামের বাড়ি নারায়নগঞ্জে গেছেন। ফারহান একাদশ শ্রেণির ছাত্র ছিল।
সে গুলিতে মারা গেছে- এমন কথা কথা শোনা যাচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ শামীম ফরহাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা বিষয়টি নিশ্চিত হতে পারিনি। তবে তার বুকে ক্ষতচিহ্ন রয়েছে।”
রেসিডেন্সিয়াল মডেল কলেজের একজন নিরাপত্তা কর্মকর্তা বলেন, ধানমণ্ডির ২৭ নম্বর সড়ক এলাকায় বিক্ষোভে অংশ নিয়েছিল ফারহান। বেলা ১১টার পর সেখানে সংঘাত শুরু হয়। দুপুরের দিকে গুলিবিদ্ধ হয় ফারহান। বিকালে আসরের পর কলেজ প্রাঙ্গণে তার জানাজা হয়েছে।
জানাজায় রেসিডেন্সিয়াল মডেল কলেজের সাবেক ছাত্র বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু অংশ নেন বলে তথ্য দিয়েছেন ওই কর্মকর্তা।
সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে মঙ্গলবার থেকে সহিংসতা শুরু হয়। আন্দোলনকারী ও বিভিন্ন পক্ষের মধ্যে সংঘর্ষে হতাহতের ঘটনা পর প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে দেওয়া ভাষণে কোটা সংস্কারে শীর্ষ আদালতের ওপর বিশ্বাস রাখার আহ্বান জানান। আন্দোলনের মধ্যে হতাহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের আশ্বাস দেন।
তবে বুধবার রাতেই বৃহস্পতিবার সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি আসে আন্দোলনকারীদের পক্ষে। এ দিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও স্কুল-কলেজের ছাত্ররা রাস্তায় নামে।
বৃহস্পতিবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ-সহিংসতায় হতাহতের ঘটনা ঘটেছে। এরই মধ্যে সরকারের পক্ষ থেকে আলোচনায় বসার প্রস্তাব পেয়েছে আন্দোলনকারীরা। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন আন্দোলনের নেতৃত্বে থাকা বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়করা।