Published : 21 May 2024, 06:24 PM
চৌদ্দ বছর আগে মতিঝিল থানার একটি নাশকতার মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামসহ ১১ জনকে পৃথক দুই ধারায় দুই বছরের কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত।
এছাড়া সাত জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালত এ রায় দেয়।
দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে রয়েছেন- মোবারক হোসেন, আবু তাহের মেজবাহ, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ ইব্রাহিম, সাইফুল ইসলাম, মোহাম্মদ জরিপ, মোহাম্মদ ফিরোজ।
এক ধারায় তাদেরকে দেড় বছর এবং আরেক ধারায় ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আসামিপক্ষে আইনজীবী মুজাহিদুল ইসলাম সহ কয়েকজন মামলা পরিচালনা করেন।
২০১০ সালের নভেম্বর মাসে নাশকতার অভিযোগে মতিঝিল থানায় মামলাটি দায়ের করা হয়।
এ আদালতের পেশকার জনি খন্দকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “দণ্ডপ্রাপ্ত আজারুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে। রায়ের সময় একমাত্র তিনিই আদালতে উপস্থিত ছিলেন। অন্যরা পলাতক।”
রাষ্ট্রপক্ষে চারজনের সাক্ষ্য শুনে বিচারক এ রায় দেন।