Published : 02 Jul 2023, 06:44 PM
চট্টগ্রামে চালকের চোখে মলম লাগিয়ে ছিনতাই করা সিএনজিচালিত অটোরিকশা বান্দরবান থেকে উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ।
শনিবার লামা উপজেলার ফাইতং থেকে শনিবার যান উদ্ধারের পাশাপাশি চারজনকে গ্রেপ্তার করা হয়।
তারা হলেন- আবু ছালেক (২২), রিদুয়ানুল ইসলাম ইমন (২২), আব্দুল করিম (২৫) ও আব্দুল কাদের (৪৩)।
চট্টগ্রামের লোহাগাড়া থানার ওসি আতিকুর রহমান বলেন, “শনিবার এক সিএনজি চালক থানায় এসে অভিযোগ করেন- চুনতি নলবুনিয়া এলাকায় তার চোখে মলম ও মরিচের গুড়া লাগিয়ে দিয়ে যাত্রীবেশে ওঠা চার জন লোক তাকে মারধর করেছে। তাকে রাস্তায় ফেলে দিয়ে অটোরিকশা নিয়ে পালিয়েছে তারা।
“অভিযোগ পেয়ে থানা পুলিশের একটি দল অভিযান শুরু করে এবং বান্দরবানের লামা উপজেলার ফাইতং এলাকায় একটি গ্যারেজে অটোরিকশাটির অবস্থান নিশ্চিত করে।”
ওসি আতিকুর জানান, পরে লোহাগাড়া থানার একটি দল সেখানে গিয়ে লামা থানার ফাইতং ফাঁড়ি পুলিশের সহযোগিতায় অটোরিকশাটি উদ্ধার করে চারজনকে ধরে নিয়ে আসে।
চালকের অভিযোগের কথা বলতে গিয়ে পুলিশ কর্মকর্তা আতিকুর জানান, শুক্রবার রাতে সাতকানিয়া ডলুব্রিজ এলাকা থেকে চার ব্যক্তি লোহাগাড়া আউলিয়া মসজিদ এলাকায় যাবে বলে ৫০০টাকা দিয়ে অটোরিকশাটি ভাড়া করেন।
চুনতি নলবুনিয়া এলাকায় পৌঁছানোর পর যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা তার চোখে মরিচের গুড়া ও মলম লাগিয়ে দেয়। মারধর করে রাস্তায় ফেলে দিয়ে অটো রিকশাটি নিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন অটোরিকশা চালককে উদ্ধার করে।