Published : 27 May 2025, 10:09 PM
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে বৃহস্পতিবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠান করবে বাংলাদেশ সেনাবাহিনী।
এ অনুষ্ঠান ঘিরে সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সোয়া ১টা পর্যন্ত রোকেয়া সরণির উড়োজাহাজ চত্বর থেকে আগারগাঁও সার্কেল পর্যন্ত সড়কটি 'যথাসম্ভব' পরিহার করে বিকল্প রাস্তায় চলাচলের অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর- আইএসপিআর।
এর আগে আরেকটি বিজ্ঞপ্তিতে আইএসপিআর বলে, আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকাল সোয়া ৬টায় ‘শান্তিরক্ষী দৌড়র্যালী-২০২৫' ও বেলা ১১টায় অর্থ উপদেষ্টার উপস্থিতিতে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘আহত শান্তিরক্ষীদের’ সংবর্ধনা দেওয়া হবে।
বিশ্বব্যাপী শান্তিরক্ষায় কর্মরতদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে ২০০৩ সাল থেকে প্রতিবছর ২৯ মে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস হিসেবে পালন করা হচ্ছে।