Published : 09 May 2025, 01:12 AM
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যৌথ বাহিনীর চলমান অভিযানে গত সাত দিনে ২২৪ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর।
বৃহস্পতিবার রাতে আইএসপিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ থেকে ৭ মে পর্যন্ত সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীন ইউনিটগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় যৌথ অভিযান চালায়।
গ্রেপ্তার ২২৪ জনের মধ্যে হত্যা মামলার আসামি, অবৈধ অস্ত্রধারী, তালিকাভুক্ত সন্ত্রাসী, অপহরণকারী, ধর্ষক, চোরাকারবারী, কিশোর গ্যাং সদস্য, অবৈধ বালু উত্তোলনকারী, অবৈধ ও নকল প্রসাধন সামগ্রীর কারবারি, ভুয়া ডায়াগনস্টিক সেন্টার পরিচালনাকারী, মাদক কারবারী, মাদকাসক্ত ও দালালচক্রের সদস্য রয়েছে।
অভিযানে ৪টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ১২টি বিভিন্ন ধরনের গোলাবারুদ, ককটেল, বিভিন্ন মাদকদ্রব্য, বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র, চোরাই মোবাইল ফোনসেট, পাসপোর্ট, নকল প্রসাধন সামগ্রী, অবৈধ ঔষধ ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযান ছাড়াও বিভিন্ন স্থানে দুর্ঘটনামূলক অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী সরাসরি অগ্নি নির্বাপণ এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে।