Published : 24 Oct 2024, 10:03 PM
রাজধানীর উত্তরায় সমন্বয়ক পরিচয়ে একটি বাসায় ঢুকে ডাকাতির ঘটনায় দুজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। উদ্ধার করা হয়েছে লুট হওয়া কিছু স্বর্ণালংকার ও টাকা।
গত ১৮ অক্টোবর জুম্মার নামাজের সময় এই ডাকাতির ঘটনা ঘটে বলে জানিয়েছেন গৃহকর্তা পটুয়াখালীর দুমকি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন-আর-রশীদ হাওলাদার। ডাকাতির সময় বাসায় ছিলেন তার স্ত্রী ইডেন কলেজের উপাধ্যক্ষ মমতাজ শাহানারা।
ওই বাসা থেকে সেদিন ৮৩ ভরি স্বর্ণালংকার ও ১৫ লাখ টাকা লুট হয় বলে জানিয়েছে পুলিশ।
সেদিনের ঘটনার বিবরণ দিয়ে হারুন-আর –রশীদ হাওলাদার বলেন, “জুমার নামাজের আগে বেলা পৌনে ১২টার দিকে ছাত্র সমন্বয়কারী পরিচয়ে নয়-দশজন বাসায় ঢুকে। আমি তখন বাইরে ছিলাম। এসেই তারা সিসি ক্যামেরার ডিভিআর খুলে আমার স্ত্রীর মোবাইল নিয়ে নেয়। তারা বলে, ‘এই বাসায় অস্ত্র আছে, আমরা সমন্বয়কারী। আমাদের সেনাবাহিনী-পুলিশ পাঠিয়েছে। ২৫ লাখ টাকা চায় তারা।”
তিনি বলেন, “বেলা পৌনে ১টায় আমি বাসায় ঢুকলে তারা আমাকেও আটকায়। আমি তাদের চ্যালেঞ্জ করে বলি, ‘কীসের সমন্বয়কারী?’
“এরপর তারা আমাদের বিভিন্ন ঘর থেকে আমার স্ত্রীর সারা জীবনের সঞ্চিত গয়না, আমাদের দুই মেয়ের বিয়ের গয়না, টাকা-পয়সা সব নিয়ে ২টার পর তারা বেরিয়ে যায়।”
কতজন এসেছিল জানতে চাইলে হারুন-আর-রশীদ বলেন, “ওপরে (ফ্ল্যাটে) নয়জন ছিল, তবে আমার জানামতে ছড়িয়ে ছিটিয়ে প্রায় ৪০ জন ছিল।”
পুলিশের বিজ্ঞপ্তি
এ ঘটনায় উত্তরা পশ্চিম থানার পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে জানিয়ে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপি বলছে, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: মারুফ হাসান পল্লব ও আব্দুল্লাহ আল মামুন সজিব।
তাদের কাছ থেকে লুট হওয়া ১৪ ভরি স্বর্ণালংকার, এক লাখ টাকা, একটি পাসপোর্ট ও ডাকাতিতে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান জানান, গ্রেপ্তার হওয়া সজীব ওই ভবনে একটি বায়িং হাউজে চাকরি করেন। পল্লব আগে বিজিএমইএ ইউনিভার্সিটিতে পড়তেন, এখন বেকার।
ডিএমপির বিজ্ঞপ্তিতে ডাকাতির ঘটনার বিবরণ দিয়ে বলা হয়, এ বিষয়ে গত রোববার মমতাজ শাহানারা অজ্ঞাতনামা ৯/১০ জনের বিরুদ্ধে উত্তরা-পশ্চিম থানায় মামলা করেন।
এরপর তদন্ত শুরু করে পুলিশ। এর ধারাবাহিকতায় গত মঙ্গলবার ভোর রাতে উত্তরা ৪নং সেক্টরের হোটেল প্যারাডাইজ থেকে মারুফ হাসান পল্লবকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১৪ ভরি স্বর্ণালংকার, একটি পাসপোর্ট ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
বুধবার পল্লব আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার বিকেলে উত্তরা ১২নং সেক্টর থেকে আব্দুল্লাহ আল মামুন সজিবকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে পাওয়া যায় এক লাখ টাকা।