Published : 23 Feb 2025, 04:17 PM
সম্প্রতি বাধ্যতামূলক অবসরে যাওয়া সচিবদের স্থান আগামী দুই-একদিনের মধ্যেই পূরণ করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমান।
এক্ষেত্রে চুক্তিভিত্তিক নিয়োগে না গিয়ে কর্মরতদের মধ্যে থেকে বঞ্চিত ও ভালো কর্মকর্তাদের প্রধান্য দেওয়া হবে, বলেছেন তিনি।
জনপ্রশাসন সচিব মোখলেস রোববার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, “আজকে শিল্প সচিব হিসেবে একজনকে দেওয়া হচ্ছে। আগামী দুই একদিনের মধ্যে ফাঁকা মন্ত্রণালয়গুলোতে আরও নয়জন সচিব দেওয়া হবে।
“সেক্ষেত্রে কেউ চুক্তিভিত্তিক নিয়োগ পাবেন না। যারা বঞ্চিত এবং ভালো অফিসার তাদের মধ্য থেকে নতুন সচিব নিয়োগ দেওয়া হবে।”
জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমান গত বৃহস্পতিবার তিনজন সচিব, ১৭ জন অতিরিক্ত সচিব, একজন যুগ্ম সচিব ও একজন উপসচিবসহ ২২ জনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর কথা জানান।
এই কর্মকর্তারা সবশেষ তিন সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন।
পরে ওইদিনই পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাসকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
এর আগের দিন একাদশ সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করা ৩৩ ডিসিকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে সরকার।
যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে সে বিষয়ে সরকার অত্যন্ত সচেতন উল্লেখ করে জনপ্রশাসন সচিব বলেন, “সরকার অত্যন্ত সচেতনভাবে কাজটা করবে যাতে একজন নিরীহ কর্মকর্তা কোনো ধরনের সাজা, অসম্মানের শিকার না হয়।”
২০২১৪ ও ২০১৮ সালের নির্বাচনে যুক্ত ডিসিদের মধ্যে যারা বাধ্যতামূলক অবসরে গিয়েছেন তাদের মধ্যে যাদের আর্থিক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে কেবল তাদের বিরুদ্ধে মামলা হবে জানান সচিব।
“২০২৪ সালের নির্বাচনে যেসব ডিসি রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব ছিলেন তাদের ব্যাপারে গোয়েন্দা সংস্থা কাজ করছে। উপদেষ্টা পরিষদ তাদের ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেবে,” বলেন সচিব মোখলেস।