Published : 06 Jun 2023, 08:50 PM
কক্সবাজার পৌরসভা নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আশরাফুল হুদা ছিদ্দিকী জামশেদকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তলব করেছে নির্বাচন কমিশন।
কেন তার প্রার্থিতা বাতিল করা হবে না– এ বিষয়ে ৮ জুন কমিশনের সামনে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে তাকে।
আগামী ১২ জুন এ পৌরসভায় মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ভোটগ্রহণ হবে।
সবশেষ গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আচরণবিধি ও নির্বাচন বিধি লঙ্ঘনের দায়ে এক কাউন্সিলর প্রার্থীকে ভোটের আগের দিনই প্রার্থিতা বাতিল করে কমিশন।
ইসির জনসংযোগ পরিচালক মো. আশাদুল হক এক বিজ্ঞপ্তিতে বলেন, “কাউন্সিলর প্রার্থী জামশেদের বিরুদ্ধে অভিযোগ হল, ২০০ থেকে ৩০০ জন নারী-পুরুষকে গোপনে নির্বাচনী প্রচারণায় কালো টাকা বিতরণকালে সংবাদ সংগ্রহে গেলে এ প্রার্থীর নেতৃত্বে গণমাধ্যকর্মীদের ওপর হামলা চালানো হয়।
“এ সময় স্থানীয় সংবাদ মাধ্যম সিসিএন-এর স্টাফ রিপোর্টার মিজানুর রহমানের মোবাইল ফোন, ক্যামেরা ছিনিয়ে নেওয়ার পাশাপাশি ভিডিও ডিলিট করা হয়। এই আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে রিটার্নিং অফিসার কমিশনের কাছে লিখিতভাবে জানানোর পর কাউন্সিলর প্রার্থীকে ইসিতে ডাকা হয়েছে।”
ভোটের আগের দিন গাজীপুরে কাউন্সিলর প্রার্থীর প্রার্থিতা বাতিল
আচরণবিধি লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা, কক্সবাজারে ইসি আহসান হাবিব
পৌর ভোটের রিটার্নিং কর্মকর্তা ও কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন বলেন, আচরণবিধি লঙ্ঘনের দায়ে এ কাউন্সিলর প্রার্থীর প্রার্থিতা বাতিল অথবা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা কেন নেওয়া হবে না- সে বিষয়ে লিখিত বক্তব্যসহ নির্বাচন ভবনে গিয়ে ৮ জুন ব্যাখ্যা দিতে ইসির চিঠি প্রার্থীকে পৌঁছে দেওয়া হয়েছে।
অভিযোগের বিষয়ে প্রশ্ন করলে কাউন্সিলর প্রার্থী আশরাফুল হুদা ছিদ্দিকী জামশেদ বলেন, “আচরণবিধি লঙ্ঘনের অভিযোগটি সঠিক নয়। তবে ঘরোয়া বৈঠককালে অনুমতি ছাড়া অন্য একজন কাউন্সিলর প্রার্থীর হয়ে ছবি, ভিডিও তোলায় তা সংশ্লিষ্টরা ডিলিট করেছে। আমি কমিশনের চিঠি পেয়েছি। আমাকে যেহেতু কমিশনে ডাকা হয়েছে ৮ জুন ইসিতে গিয়ে এ বিষয়ে ব্যাখ্যা দেব।”
জেলা কৃষক দলের সাবেক সভাপতি জামশেদ দল থেকে এখন বহিষ্কৃত; এ পৌরসভার বর্তমান কাউন্সিলর তিনি।
গত রোববার ‘কালো টাকা বিতরণে’র অভিযোগের সংবাদ সংগ্রহ করতে গেলে গণমাধ্যমকর্মীদের ওপর কক্সবাজার পৌরসভায় হামলা করা হয়।
এর আগের দিন শনিবার দুপুরে কক্সবাজারে প্রার্থীদের আচরণবিধি প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার আহসান হাবিব খান বলেন, “নির্বাচন কমিশনের আচরণবিধি শতভাগ পালন করবেন। এখন প্রত্যেকের হাতে মোবাইল ফোন, ক্যামেরা ও রেকর্ডার থাকে। আপনারা ভিডিও, ছবি ও অডিও রেকর্ডসহ তথ্য-প্রমাণ জমা দিলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।”
সম্প্রতি গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে একজন প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে প্রার্থিতা বাতিলের উদাহরণ তুলে ধরে এ নির্বাচন কমিশনার সতর্ক করে বলেন, “যার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া যাবে, তিনি যত প্রভাবশালীই হন না কেন, নির্বাচন কমিশন ব্যবস্থা নিতে কার্পণ্য করবে না।”