Published : 02 Jun 2025, 05:51 PM
জুলাই আন্দোলনে হত্যা চেষ্টার মামলায় জামিন পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক এস এম আনোয়ারা বেগম।
সোমবার ঢাকার মহানগর হাকিম মিনহাজুর রহমান সোমবার শুনানি নিয়ে তাকে জামিন দেন।
পিএসসির সাবেক এ সদস্যের পক্ষে এদিন জামিন চেয়ে আবেদন করেন আইনজীবী ওবায়দুল ইসলাম। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে।
শুনানি নিয়ে বিচারক ৫০০ টাকা মুচলেকায় তার জামিনের আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর কাইয়ুম হোসেন নয়ন এ তথ্য দেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে গত ২৮ মে সন্ধ্যায় গ্রেপ্তার করা হয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষক আনোয়ারা বেগমকে। জুলাই আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লাকে ‘হত্যাচেষ্টার’ অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরদিন তাকে কারাগারে পাঠানো হয়।
মামলার নথি অনুযায়ী, আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিপরীত পাশে স্টার হোটেলের সামনে বিক্ষোভ মিছিল করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল। এসময় তাদের ওপর ‘পরিকল্পিতভাবে হামলা, মারধর, গুলি চালানো হয়’। এ ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের তখনকার সাধারণ সম্পাদক সুজন মোল্লা চোখে গুলিবিদ্ধ হন। দীর্ঘদিন তিনি হাসপাতালে ‘চিকিৎসা’ নেন।
গত ২৫ ফেব্রুয়ারি সুজন মোল্লা সূত্রাপুর থানায় মামলাটি করেন। এতে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, কর্মকর্তা ও ছাত্রলীগের ৯৪ জন নেতাকর্মীসহ ১৯৩ জনকে আসামি করা হয়। আসামির তালিকায় ৪৩ নম্বরে আনোয়ারা বেগমের নাম রয়েছে।