Published : 31 Aug 2024, 08:20 PM
ঢাকার কদমতলী থানা এলাকার পূর্ব জুরাইনের মিনাবাগ এলাকার একটি খালি প্লট থেকে শুক্রবার সকালে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত মাহবুব হোসেন (২৮) কখনও জুতার দোকানে, কখনও ঢালাই কারখানায় কাজ করতেন বলে তথ্য এসেছে।
কদমতলী থানার ওসি মাহমুদুর রহমান বলেন, ‘পূর্বশত্রুতার জেরে’ তাকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
মাহবুবের মামা হাবিবুর রহমান বলেন, শুক্রবার দুপুরে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি মাহবুব। সকালে খবর পেয়ে মিনাবাগ এলাকার একটি খালি প্লটে গিয়ে লাশ পান তারা। গলা কাটাসহ তার শরীরে বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রে কাটা জখম রয়েছে। তবে মাহবুবের ব্যবহৃত মোটরসাইকেলটি পাওয়া যায়নি।
স্থানীয় এক ব্যক্তিকে ওই হত্যার জন্য দায়ী করে হাবিবুর বলেন, “যতটুকু জানতে পারছি, শুক্রবার জাকির নামে এক ছেলে মাহবুবের মোটরসাইকেলে সারা দিন ঘোরাফেরা করছেন। জাকির এলাকার চিহ্নিত সন্ত্রাসী।”
হাবিবুরের অভিযোগ, মাহবুবকে ওই জাকিরই হত্যা করে মোটরসাইকেল নিয়ে পালিয়েছেন।
তবে অভিযোগের ব্যাপারে জাকিরের বক্তব্য নিতে পারেনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
মাহবুবের মামার দেওয়া তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার জালাকান্দি গ্রামের হাছেন আলীর ছেলে মাহবুব। পাঁচ ভাই, এক বোনের মধ্যে তিনি ছিলেন ছোট। কাজের সূত্রে শনির আখড়ার কাজিরগাঁওয়ে স্ত্রী-সন্তান নিয়ে থাকতেন। ওমর নামে চার বছরে একটি সন্তান রয়েছে তাদের। তার স্ত্রী আখি আক্তার ছয় মাসের অন্তঃসত্ত্বা।