Published : 26 Jan 2025, 01:12 AM
রাজধানীর রামপুরায় ইসলামী ব্যাংকের সামনে রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় এক কিশোরের মৃত্যু হয়েছে।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে সাজিদ হোসেন নামে গুরুতর আহত এ কিশোরকে হাসপাতালে নিয়ে যেতে যেতে তার মৃত্যু হয়।
মালীবাগ থেকে বাড্ডাগামী সড়কে 'রমজান' পরিবহনের একটি বাস ধাক্কা দিলে সাজিদ গুরুতর আহত হন।
রাত পৌনে ৮টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত আনা হয়েছে বলে জানান।
হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এ তথ্য দিয়ে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনার পর স্থানীয় জনতা বাসটিকে আটক করে। খবর পেয়ে পুলিশ তা নিজেদের হেফাজতে নেয়।
১৬ বছর বয়সী সাজিদ বাগেরহাটের কচুয়া থানার ছিটাবাড়ি গ্রামের রিকশাচালক নূর মোহাম্মদের ছেলে।
ঢাকার মধ্য বাড্ডা এলাকায় বসবাস করা সাজিদ রামপুরায় পুরাতন মোটরসাইকেল কেনাবেচার দোকানে কাজ করতেন।
সাজিদের দোকান মালিক আল আমিন বলেন, "সন্ধ্যায় সাজিদ রাস্তার অপরদিকের গোডাউন থেকে পার হয়ে দোকানে আসার সময় বাসের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
"প্রথমে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।"