Published : 13 Jun 2023, 02:55 PM
রাজধানীর রামপুরা এলাকায় ১৩ বছর আগে ৩০০ বোতল ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক সৈয়দ আরাফাত হোসেন মঙ্গলবার এ মামলার রায় ঘোষণা করেন।
আসামি জাহিদ হাসান বরিশালের উজিরপুরের পান্থনিয়াকাঠি গ্রামের আবুল কালাম আজাদের ছেলে। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে রায়ে।
ফেন্সিডিল উদ্ধারের সময় গ্রেপ্তার হলেও মামলার বিচার চলাকলে হাই কোর্ট থেকে জামিন নিয়ে পালিয়ে যান আসামি জাহিদ হাসান।
মঙ্গলবার রায়ের পর আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বলে জানান সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী বেলাল হোসেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ১২ ফেব্রুয়ারি রামপুরার বনশ্রীতে একটি বাড়িতে অভিযান চালিয়ে ৩০০ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার করা হয় জাহিদকে।
র্যাব-৩ এর ওয়ারেন্ট অফিসার আবুল বাশার ওই ঘটনায় রামপুরা থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে ওই বছরের ৩১ মে আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা রামপুরা থানার এসআই শ্যামল চন্দ্র ধর।
একই বছরের ২০ মে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত। মামলার বিচার চলাকালে ১৫ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্য নিয়ে আসামিকে দোষী সাব্যস্ত করে রায় দিলেন বিচারক।