Published : 05 Apr 2025, 08:49 PM
দিনভর গরমে অস্বস্তির পর সন্ধ্যায় ধুলোর ঝড় আর বজ্রপাতের সঙ্গে রাজধানী ঢাকায় নেমেছে বৃষ্টি; এতে খানিকটা স্বস্তির কথা বলছেন নগরবাসী।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকায় বজ্রঝড় শুরু হয়। ধুলোয় ঢেকে যায় আকাশ। এরপর যাত্রাবাড়ী, মহাখালী, কারওয়ান বাজার, মিরপুর ও সাভারসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়।
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রঝড় সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা অতিক্রম করেছে। সঙ্গে ছিল দমকা হাওয়া, বজ্রঝড় ও বজ্রবৃষ্টি। ফলে ঢাকার তাপমাত্রা অনেকটাই কমে গেছে।
এপ্রিল মাস গরম বাড়া-কমার মধ্যে দিয়ে চলবে জানিয়ে তিনি বলেন, “যখন বজ্রঝড় হবে তখন তাপমাত্রা কমে গিয়ে অল্প সময়ের জন্য স্বস্তি আসবে। বজ্রবৃষ্টি আধা ঘণ্টা থেকে দেড় ঘণ্টার হয়।”
ঢাকায় বৃষ্টিতে স্বস্তি ফিরলেও বৃষ্টির থামার পর আবার গরম বাড়ার কথা বলছেন নগরবাসীর কেউ কেউ।
মিরপুরের বাসিন্দা সামিরা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সারা দিন অনেক গরম গেছে। খু্ব কষ্ট হইছে। বৃষ্টির সময় অনেক আরাম হইছিল। কিন্তু এখন আবার আগের মতই গরম।”
বৃষ্টির পর পল্লবীর বাসিন্দা রফিক ইসলাম বলেন, “চারপাশ ঠান্ডা হইছে, গরমে নাভিশ্বাস অবস্থা ছিল। এখন একটু স্বস্তি লাগছে।”
ফের বজ্রবৃষ্টির আভাস
দেশের সাত বিভাগে পরবর্তী ২৪ ঘণ্টায় বজ্রবৃষ্টির আভাস দিয়ে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ ছাড়া দেশের অন্যান্য এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা এবং সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
তাপপ্রবাহ ৩৪ জেলায়
শনিবার দেশের ৩৪ জেলার উপর দিয়ে দাবদাহ বয়ে গেছে।
আবহাওয়ার বুলেটিনে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, খুলনা বিভাগ এবং দিনাজপুর, সৈয়দপুর, ফেনী, মৌলভীবাজার, বরিশাল ও পটুয়াখালী জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে।
শনিবার দেশের সর্বোচ্চ ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নথিবদ্ধ হয় রাজশাহীতে; ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
বাতাসে তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে উঠলে তাকে মৃদু তাপপ্রবাহ ধরা হয়। ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসকে বলা হয় মাঝারি এবং ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়। এরপর ৪২ ডিগ্রির উপরে উঠলে তাকে বলা হয় অতি তীব্র তাপপ্রবাহ।
পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।