Published : 19 May 2025, 09:40 PM
আরও তিনটি স্কুল সরকারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
নরসিংদী সদর উপজেলার ইউ এম সি আদর্শ বিদ্যালয়, খুলনার ফুলতলা উপজেলার আলীম ইস্টার্ন মাধ্যমিক বিদ্যালয় ও খুলনার খালিশপুর উপজেলার প্লাটিনাম মাধ্যমিক বিদ্যালয় সরকারি ঘোষণা করে সোমবার আলাদা প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
এ নিয়ে গত তিন মাসে মোট ৮টি স্কুল সরকারি করা হলো।
উপসচিব মোছা. রেবেকা সুলতানার সই করা প্রজ্ঞাপনগুলোতে বলা হয়েছে, ১৯ মে থেকে স্কুলগুলো সরকারি ঘোষণা করা হয়েছে।
প্রচলিত বিধি-বিধানের আলোকে ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের আত্তীকরণ করা হবে। আত্তীকৃত শিক্ষক-কর্মচারীর চাকরি বদলিযোগ্য হবে না।
গত মার্চ মাসে রাজশাহীর পবা উপজেলার রাজশাহী পাটকল উচ্চ বিদ্যালয়, চট্টগ্রামের পাঁচলাইশ উপজেলার আমিন জুট মিলস উচ্চ বিদ্যালয় ও খুলনার খালিশপুর উপজেলার ক্রিসেন্ট মাধ্যমিক বিদ্যালয় সরকারি ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়।
আর গত ৩০ এপ্রিল ঢাকার ডেমরার বাওয়ানী আদর্শ বিদ্যালয় সরকারি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।
গত ভর্তির মৌসুমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে মোট সরকারি স্কুলের সংখ্যা ছিল ৬৮০টি। তিন মাসে আটটি স্কুল যোগ হওয়ায় সেই সংখ্যা ৬৮৮টি হল।