Published : 24 Nov 2024, 05:40 PM
প্রশাসনে আরেক দফা পদোন্নতি ও রদবদলের আভাস মিলেছে জনপ্রশাসন সচিব মো. মোখলেস উর রহমানের কথায়।
তিনি বলেছেন, “ডিসি নিয়োগে আরেকটি ফিটলিস্ট হচ্ছে। এটা সরকারের সিদ্ধান্ত; যদিও আগে যাদের নিয়োগ দেওয়া হয়েছিল তারা অলমোস্ট ভালোই করছে।”
সরকারি চাকরিতে নিয়োগের বিষয়ে সরকারের পরিকল্পনা জানাতে রোববার এক সংবাদ সম্মেলনে এসে এ কথা বলেন মোখলেস উর রহমান।
তিনি বলেন, জনপ্রশাসনে উপসচিব থেকে যুগ্ম সচিব এবং যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব পদে আবারও তাড়াতাড়ি পদোন্নতি দেওয়ার প্রস্তুতি চলছে।
“বঞ্চিত কর্মকর্তাদের মধ্যে যারা পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হয়েছেন, তাদের মধ্যে যাদের চাকরির বয়স শেষ পর্যায়ে, ১৫ দিন একমাস রয়েছে; তাদের গ্রেড-১ (সচিব পদমর্যাদা) দেওয়া হবে।”
এসব কাজের জন্য নতুন মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে এসএসবি পুনর্গঠন করা হচ্ছে বলে জানান সচিব।
“ডিএস টু জয়েন্ট সেক্রেটারির শর্টলিস্ট খুব তাড়াতাড়ি শুরু হবে। নুতন ডিসি ফিটলিস্ট করা শুরু হবে। গতবার যেমন তাড়াহুড়া করা হয়েছিল; ফলে কিছু ত্রুটি নিয়ে আলোচনা হয়েছে। আগের নিয়োগ নিয়ে আপনারা যে যাই বলুন না কেন, মাঠের অবস্থা কিন্তু ভালো। তারপরও সরকারের সিদ্ধান্ত হচ্ছে আবার ফিটলিস্ট হবে।”
অন্যান্য ক্যাডারে পদোন্নতি নিয়েও কাজ চলছে জানিয়ে সচিব বলেন, “দল বেঁধে নতুন করে দাবি করার কিছু নেই। যে বিষয়গুলো ইতোমধ্যে চিহ্নিত, সে বিষয়গুলো স্বচ্ছতার সঙ্গে, বিধি মোতাবেক যার যতটুকু প্রাপ্য, সেগুলো যাতে পান, সে জন্য তারা কাজ করছেন।”
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে।
গত ১৫ বছরে যে কর্মকর্তারা নানাভাবে বঞ্চিত ছিলেন, তাদের পদোন্নতিও দেওয়া হচ্ছে।
গত ১৩ অগাস্ট ‘বঞ্চিত’ ১১৭ কর্মকর্তা উপসচিব পদে পদোন্নতি পান। ১৮ অগাস্ট একসঙ্গে ২০১ জনকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়া হয়।
সেপ্টেম্বরে সব জেলায় ডিসিও বদলে ফেলা হয়। সে সময় ‘বঞ্চিত’ উপসচিবরা সচিবালয়ে গিয়ে দিনভর হট্টগোলও করেন।