Published : 24 Jan 2024, 11:51 AM
রক্ষণাবেক্ষণ কাজের জন্য জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যভাণ্ডার বন্ধ থাকায় বুধবার দুপুর পর্যন্ত মিলবে না এনআইডি সংক্রান্ত কোনো সেবা।
দেশের প্রায় ১২ কোটি নাগরিকের ব্যক্তিগত বিভিন্ন তথ্য রয়েছে এনআইডি সার্ভারে। ১৭১টি সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এ সার্ভার থেকে তথ্য নিয়ে কাজ করে। সার্ভার বন্ধ থাকায় সবগুলো সেবাই বিঘ্নিত হবে।
এনআইডি সংক্রান্ত আইডিয়া প্রকল্পের কমিউনিকেশন শাখার জুনিয়র কনসালটেন্ট শফিকুল ইসলাম জানান, রক্ষণাবেক্ষণ কাজের জন্য মঙ্গলবার সকাল থেকে বন্ধ রয়েছে তাদের সার্ভার। বুধবার বেলা ২টা পর্যন্ত তাদের কাজ চলবে, ফলে ওই সময় পর্যন্ত সেবা বন্ধ থাকবে।
এর ফলে সেবাগ্রহীতাদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
এর আগে গত ১৪ অগাস্ট রাত থেকে ৩৮ ঘণ্টা এনআইডি সার্ভার বন্ধ রাখা হলে ভোগান্তিতে পড়েন সেবাগ্রহীতারা। তখনও রক্ষণাবেক্ষণ কাজের কথা বলা হয়েছিল এনআইডি উইংয়ের পক্ষ থেকে। তবে সাইবার হামলার শঙ্কায় সে সময় সার্ভার বন্ধ রাখা হয়েছিল বলে সংবাদমাধ্যমে খবর আসে।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)