Published : 16 Aug 2023, 12:09 PM
রাজধানীর পান্থপথ লাগোয়া পান্থকুঞ্জ পার্কের বটগাছ থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আনুমানিক পঁচিশ বছর বয়সী ওই যুবকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
শাহবাগ থানার পরিদর্শক (অপারেশন) গোলাম মোস্তফা বলেন, বুধবার ভোর ৩টার দিকে টহল পুলিশ ওই যুবকের ঝুলন্ত মরদেহ দেখতে পায়।
"পার্কের একটি বটগাছ থেকে ঝুলছিল তার মরদেহ। লুঙ্গি দিয়ে গলায় ফাঁস লাগানো ছিল।”
পুলিশ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
ওই যুবকের পরন ছিল জিন্স। তার পরিচয় জানার চেষ্টা চলছে জানিয়ে পুলিশ কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, ময়নাতদন্তের জন্য তার মরদেহ মর্গে পাঠানো হয়েছে।