Published : 24 Oct 2024, 12:09 AM
এইচএসসির ফল পুনর্মূল্যায়নের দাবিতে সচিবালয়ে ঢুকে বিক্ষোভ থেকে আটক ৫৪ শিক্ষার্থীর বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে পুলিশ জানিয়েছে।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে পুলিশের রমনা বিভাগের উপ কমিশনার মাসুদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। যাচাই-বাছাই করা হচ্ছে।”
শিক্ষার্থীদের বাবা-মায়ের সঙ্গে কথা বলার চেষ্টা চলছে জানিয়ে এই কর্মকর্তা বলেন, সচিবালয়ে নিয়মবহির্ভূতভাবে প্রবেশ ‘অপরাধ’। ওই ঘটনায় একটি মামলা হবে।
বুধবার বেলা ২টা ৫০ মিনিটের দিকে শতাধিক শিক্ষার্থী সচিবালয়ে ঢুকে পড়েন। তারা সেখানে বৈষম্যবিরোধী বিভিন্ন স্লোগান দেন।
সেখানে দায়িত্বপালনরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রথমে তাদের সরে যাওয়ার অনুরোধ করেন। কিন্তু তারা সেটি না করলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেন। তাদের লাঠিপেটাও করা হয়।
বিকাল ৪টার দিকে তাড়া খেয়ে ছত্রভঙ্গ হয়ে যান শিক্ষার্থীরা। এর মধ্যে সচিবালয়ের ভেতরে আটকা পড়েন বেশ কয়েকজন শিক্ষার্থী। পরে অর্ধ শতাধিকের মত শিক্ষার্থীকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে।
এইচএসসির ‘বৈষম্যহীন’ ফলের দাবিতে এর আগে গত রোববার ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাও করেন একদল শিক্ষার্থী। তারা দিনভর বোর্ডের কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখেন। পরে রাতে পদত্যাগের ঘোষণা দেন বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।
পুরনো খবর-
এইচএসসির 'বৈষম্যহীন' ফলের দাবিতে সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, আটক অর্ধশ