Published : 26 Jun 2024, 10:52 PM
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষা গবেষণা ট্রাস্ট’ গঠনে আইনের সংশোধনী আনা হচ্ছে।
এজন্য বুধবার জাতীয় সংসদে ‘আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (সংশোধন) বিল’ উত্থাপন করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
বিলটি পরীক্ষা করে এক মাসের মধ্যে প্রতিবেদন দিতে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।
২০১০ সালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আইন করা হয়। এবার এ আইনের সংশোধনী এনে ভাষা গবেষণার জন্য ট্রাস্ট গঠনের বিধান যুক্ত করা হচ্ছে।
বিলে বলা হয়েছে, ট্রাস্টের ‘স্থায়ী তহবিল ও চলতি তহবিল’ নামে দুটি অংশ হবে। সরকারের দেওয়া অনুদান, স্থায়ী তহবিলের অর্থ বিনিয়োগ থেকে পাওয়া আয় বা মুনাফা এবং সরকার অনুমোদিত অন্য কোনো উৎস থেকে পাওয়া অর্থ দিয়ে তহবিল গঠন করা হবে।
এ তহবিলের অর্থ বাংলা ভাষাসহ পৃথিবীর অন্যান্য ভাষা আন্দোলন নিয়ে গবেষণা কার্যক্রম পরিচালনার পাশাপাশি ভাষা গবেষণা ও ভাষা শিক্ষা বিস্তারের উদ্দেশে বৃত্তি, অনুদান ও প্রশিক্ষণে ব্যয় করা যাবে।