Published : 29 Dec 2024, 06:45 PM
রাজধানীর লালবাগে অর্থ লেনদেন নিয়ে ক্ষুদ্র ব্যবসায়ী হোসেন শুভকে হত্যার অভিযোগে একজনকে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।
রোববার ঢাকা মহানগর হাকিম মিনহাজুর রহমান লালবাগ থানার মামলায় আসামি শাকিলকে রিমান্ডে পাঠানোর এ আদেশ দেন।
আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা আশরাফুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ থানার এসআই জাহাঙ্গীর আলম। পরে শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে শনিবারে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গত ২৫ ডিসেম্বর নিহত শুভ’র বড় ভাই মো. শাহদাৎ হোসাইন শাকিলকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে।
মামলার অভিযোগে তিনি বলেন, তার ছোট ভাই শুভ নবাবগঞ্জ এলাকার একজন ক্ষুদ্র ব্যবসায়ী। তার সঙ্গে আসামি শাকিলের লেনদেন বিষয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। গত ২৩ ডিসেম্বর রাতে বাসায় ফেরার পথে লালবাগ থানাধীন নবাবগঞ্জ বড় মসজিদের পেছনে মাজার গলিতে আসামি শাকিল তার সঙ্গীরা শুভর পথরোধ করেন।
ঘটনার বর্ণনা দিয়ে তিনি এজাহারে বলেন, এসময় দুজনের মধ্যে কথা কাটাকাটি ও বাকবিতণ্ডার এক পর্যায়ে শাকিল তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে শুভর পেটের বাম পাশে আঘাত করে গুরুতর জখম করে। পরে শুভকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৫ ডিসেম্বর তার মৃত্যু হয়।